ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

দুই দিনের প্রস্তুতি ম্যাচে তারুণ্যনির্ভর বিসিবি একাদশ

জিম্বাবুইয়ের বিরুদ্ধে আকবরসহ ৬ বিশ্বকাপ জয়ীর পরীক্ষা

প্রকাশিত: ০৯:৫৩, ১৭ ফেব্রুয়ারি ২০২০

 জিম্বাবুইয়ের বিরুদ্ধে আকবরসহ ৬ বিশ্বকাপ জয়ীর পরীক্ষা

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্ট, ৩ ওয়ানডে ও ২ টি২০ ম্যাচের সিরিজ খেলতে শনিবার এসেছে জিম্বাবুইয়ে ক্রিকেট দল। তাদের বিপক্ষে ১৮-১৯ ফেব্রুয়ারি ২ দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে বিসিবি একাদশ। সেই প্রস্তুতি ম্যাচের জন্য তারুণ্যনির্ভর দল গড়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সম্প্রতিই অনুর্ধ-১৯ বিশ্বকাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ যুব ক্রিকেট দলের ৬ সদস্যকে নিয়ে গঠন করা হয়েছে বিসিবি একাদশ। সেই একাদশে আছেন বাংলাদেশ অনুর্ধ-১৯ দলের অধিনায়ক আকবর আলী ছাড়াও ওয়ানডাউন ব্যাটসম্যান মাহমুদুল হাসান জয়, দুইড ওপেনার তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমন, বাঁহাতি পেসার শরিফুল ইসলাম এবং মিডলঅর্ডার ব্যাটসম্যান শাহাদাত হোসেন। বিশ্বকাপ জিতে আসার পর নিজেদের প্রমাণ করার আরেকটি পরীক্ষায় অবতীর্ণ হওয়ার সুযোগ পেলেন তারা। ১৩ সদস্যের দলে জাতীয় দলের হয়ে খেলার অভিজ্ঞতা থাকা দুইজন আছেন, তবে তারাও একেবারে তরুণ। ওপেনার মোহাম্মদ নাইম শেখ ও লেগস্পিনার আমিনুল ইসলাম বিপ্লব কয়েকটি আন্তর্জাতিক টি২০ খেলেছেন। বাকি ৫ সদস্যও একেবারে তরুণ। সফরকারী কোন দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের জন্য এর আগে সবসময় দেখা গেছে জাতীয় দলের বেশ কয়েকজন ক্রিকেটার খেলেন। এমনকি যে দলটি সফরকারী দলের বিপক্ষে সিরিজ খেলবেন সেই দলেরও অনেকে প্রস্তুতি ম্যাচ খেলেন। কিন্তু এবার ভিন্ন পথেই হাঁটছে বিসিবি। নতুনদের প্রস্তুত করার জন্য এমন সুযোগটা কাজে লাগাতেই এমন পদক্ষেপ। তাছাড়া অধিকাংশ ক্রিকেটার চলমান বাংলাদেশ ক্রিকেট লীগে (বিসিএল) ব্যস্ত সময় পার করছেন, তাই এ মুহূর্তে যারা খেলার বাইরে আছেন তাদের নিয়েই দল গড়েছে বিসিবি। আগেই শোনা যাচ্ছিল, যুব বিশ্বকাপ জয়ীদের নিয়ে বড় পরিকল্পনার কথা। সে জন্য অনুর্ধ-২১ দল গঠন করা হবে তাদের নিয়ে। এর আগেই বড়দের প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলার স্বাদ পেতে চলেছেন যুব বিশ্বকাপ জয়ী দলের ৬ সদস্য। আর জিম্বাবুইয়ের বিপক্ষে ২ দিনের প্রস্তুতি ম্যাচেও যুব ক্রিকেট দলের বেশ কয়েকজনকে খেলানোর ইঙ্গিত দিয়ে রেখেছিলেন নির্বাচক হাবিবুল বাশার সুমন। তিনি শনিবার বলেন, ‘অনুর্ধ-১৯ বিশ্বকাপ খেলা পাঁচ-ছয়জনকে রাখছি। আমাদের বেশিরভাগ ক্রিকেটার এখন খেলার মধ্যে আছে। সবাই বিসিএল খেলছে। যেহেতু সবাই খেলার মধ্যে আছে, দুদিনের জন্য নতুন করে টানাটানি করিনি। যেহেতু প্রস্তুতি ম্যাচ, আমরা ওদের একটু দেখতেই পারি। এদের মধ্যে শরিফুল ‘এ’ দলেও ছিল।’ বিশ্বকাপ জেতা যুব ক্রিকেট দলের অধিনায়ক আকবর ছাড়াও এই ম্যাচে খেলার সুযোগ পাচ্ছেন বাঁহাতি পেসার শরিফুল, মাহমুদুল, তানজিদ তামিম, পারভেজ ইমন ও শাহাদাত। শরিফুল ৮টি প্রথম শ্রেণীর ম্যাচও খেলে ২২ উইকেট শিকার করেছেন। এমনকি ২০১৮ সালে তিনি বিসিএলে খেলেন বিসিবি উত্তরাঞ্চলের হয়ে। ২০১৭ সালে খেলেছেন জাতীয় ক্রিকেট লীগে রাজশাহী বিভাগের হয়ে। সেবারই তার প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিষেক হয়। এছাড়া বিসিবি একাদশে লেগস্পিনার আছেন দুইজন। ৬ টি২০ খেলা লেগস্পিনার আমিনুল ইসলাম বিপ্লব ছাড়াও আছেন তরুণ উদীয়মান লেগস্পিনার রিশাদ। আর এবার বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লীগে (বিপিএল) মুগ্ধতা ছড়ানো গতিময় পেসার মুকিদুল ইসলাম মুগ্ধ ও বিকেএসপি থেকে উঠে আসা তরুণ পেসার সুমন খান আছেন এই দলটিতে। এছাড়া ওপেনার নাইম শেখ ৫ টি২০ খেলেছেন জাতীয় দলের জার্সিতে। অলরাউন্ডার মোহাম্মদ আল-আমিন ও ফারদিন অনি সুযোগ পেয়েছেন নিজেদের প্রমাণ করার। প্রস্তুতি ম্যাচের বিসিবি একাদশ ॥ মোহাম্মদ নাইম শেখ, মোহাম্মদ পারভেজ হোসেন ইমন, মাহমুদুল হাসান জয়, আকবর আলী, আল-আমিন (জুনিয়র), ফারদিন অনি, শরিফুল ইসলাম, সুমন খান, মুকিদুল ইসলাম মুগ্ধ, আমিনুল ইসলাম বিপ্লব, রিশাদ আহমেদ, শাহাদাত হোসেন ও তানজিদ হাসান তামিম।
×