ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

স্প্যানিশ লা লিগা, বার্সিলোনা ২-১ গেটাফে

বার্সিলোনার ঘাম ঝরানো জয়

প্রকাশিত: ০৯:৫১, ১৭ ফেব্রুয়ারি ২০২০

   বার্সিলোনার ঘাম ঝরানো জয়

স্পোর্টস রিপোর্টার ॥ সময় খুব একটা ভাল যাচ্ছে না বার্সিলোনার। সবধরনের প্রতিযোগিতাতেই ধুঁকতে হচ্ছে কাতালানদের। যে কারণে স্প্যানিশ লা লিগার ট্রফি ধরে রাখাটা কঠিন হয়ে দাঁড়িয়েছে লিওনেল মেসি, সার্জিও বসকুয়েটসদের। হঠাৎ করেই ছন্দপতন হওয়া দলটি লা লিগায় ঘাম ঝরানো জয় পেয়েছে। শনিবার রাতে অতিথি গেটাফেকে ২-১ গোলে হারিয়েছে স্বাগতিক বার্সিলোনা। ন্যুক্যাম্পে অনুষ্ঠিত ম্যাচে বার্সার হয়ে গোল দু’টি করেন ফরাসী ফরোয়ার্ড এ্যান্টোনিও গ্রিজম্যান ও সার্জিও রবার্টো। গেটাফের হয়ে এক গোল পরিশোধ করেন এ্যাঞ্জেল রড্রিগুয়েজ। এই জয়ে ২৪ ম্যাচে দ্বিতীয় স্থানে থাকা বার্সার পয়েন্ট ৫২। গত রাতের ম্যাচের আগে সমান পয়েন্ট নিয়ে শীর্ষে আছে রিয়াল মাদ্রিদ। ৪২ পয়েন্ট নিয়ে তালিকার তৃতীয় স্থানে আছে গেটাফে। ঘরের মাঠে শুরু থেকেই অতিথি গেটাফের ওপর চড়াও হয়ে খেলতে থাকে বার্সা। তবে সফরকারীদের জমাট রক্ষণভাগ ভেদ করতে বেশ বেগ পোহাতে হয় কিকে সেটিয়েনের শিষ্যদের। অবশেষে ম্যাচের ৩৩ মিনিটে অধিনায়ক লিওনেল মেসির মাপা পাস থেকে প্রতিপক্ষের গোলরক্ষক ডেভিড সোরিয়াকে পরাস্ত করে বার্সাকে এগিয়ে দেন গ্রিজম্যান। ৩৯ মিনিটে বার্সাকে দুই নম্বর গোল উপহার দেন রবার্টো। জর্ডি আলবার পরিবর্তে খেলতে নামা জুনিয়র ফিরপোর কর্নার থেকে বল পেয়ে লক্ষ্যভেদ করেন তিনি। বিরতির পর ৬৬ মিনিটে জোরালো ভলিতে গেটাফের হয়ে এক গোল ফিরিয়ে দেন রড্রিগুয়েজ। এ সময় ৮০ হাজার ৪০৯ জন দর্শকের ক্যাম্প ন্যুতে পিন পতন নীরবতা নেমে আসে। গোলটির পর উজ্জীবিত হয়ে খেলতে থাকে অতিথিরা। যে কারণে বার্সা শিবিরে আতঙ্ক কাজ করতে থাকে। এরই ধারাবাহিকতায় ম্যাচের ৭৩ মিনিটে গেটাফেকে সমতায় ফেরানোর সুবর্ণ সুযোগ পেয়েছিলেন রড্রিগুয়েজ। কিন্তু খুব কাছ থেকে তিনি বার্সার জালে বল পাঠাতে ব্যর্থ হন। এর ফলে শেষ পর্যন্ত স্বস্তির জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সিলোনা। পেশিশক্তি ব্যবহারের জন্য বার্সার আলবাকে প্রথমার্ধেই মাঠ ছাড়তে হয়। পরে এক টুইট বার্তায় ক্লাবের পক্ষ থেকে আলবা প্রসঙ্গে বলা হয়, তার ডান পায়ে পেশির ইনজুরি ধরা পড়েছে। তাকে আরেক দফা পরীক্ষা করানো হবে। আগামী মঙ্গলবার উয়েফা চ্যাম্পিয়ন্স লীগের শেষ ষোলোর এ্যাওয়ে ম্যাচে ইতালিয়ান ক্লাব নেপোলির মোকাবেলা করবে বার্সিলোনা। ইনজুরির কারণে দীর্ঘ সময়ের জন্য মাঠের বাইরে চলে গেছেন ক্লাবের দুই গুরুত্বপূর্ণ ফরোয়ার্ড লুইস সুয়ারেজ ও ওসমান ডেম্বেলে। চলমান মৌসুমে বার্সিলোনার হয়ে মাত্র নয়টি ম্যাচ খেলেছেন ডেম্বেলে। গত সপ্তাহে অনুশীলনে নতুন করে ইনজুরিতে আক্রান্ত হয়েছেন। তবে এর আগে নবেম্বরে যে ইনজুরিতে পড়েছিলেন তা থেকে সুস্থ হয়ে মাঠে ফেরার অপেক্ষায় ছিলেন। কিন্তু ঘাতক ইনজুরি তাকে আবারও জেঁকে বসেছে। একই সমস্যার কারণে রেনের সাবেক ফুটবলার বার্সিলোনার হয়ে প্রথম বছরেই চার মাস মাঠের বাইরে ছিলেন। যদিও বার্সার নতুন কোচ কিকে সেটিয়েন তরুণ এই তারকার ফেরা নিয়ে বেশ আশাবাদী ছিলেন। কিন্তু তার এই দীর্ঘ ইনজুরিতে বার্সিলোনাকে এখন বিকল্প চিন্তা করতে হচ্ছে।
×