ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পুলিশকে হারিয়ে শুরু ঢাকা আবাহনীর

প্রকাশিত: ০৯:৪৯, ১৭ ফেব্রুয়ারি ২০২০

পুলিশকে হারিয়ে শুরু ঢাকা আবাহনীর

স্পোর্টস রিপোর্টার ॥ শিরোপা পুনরুদ্ধারের মিশনে বাংলাদেশ প্রিমিয়ার লীগ ফুটবলে (বিপিএল) শুভ সূচনা করেছে ঢাকা আবাহনী লিমিটেড। রবিবার রাতে নতুন মৌসুমে নিজেদের প্রথম ম্যাচে নবাগত বাংলাদেশ পুলিশকে ২-০ গোলে হারিয়েছে বিখ্যাত আকাশী জার্সিধারীরা। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে আবাহনীর হয়ে গোল দু’টি করেন দুই বিদেশী নাইজিরিয়ান ফরোয়ার্ড সানডে চিজোবা ও কিরগিজস্তানের স্ট্রাইকার এডগার বের্নহার্ট। তবে হারলেও সাবেক চ্যাম্পিয়দের ঘাম ঝরিয়েছে পুলিশ। রক্ষণ জমাট রেখে খেলে বেশ প্রতিরোধ করে প্রিমিয়ারে উঠে আসা নতুন দলটি। ম্যাচের দশম মিনিটে নাবীব নেওয়াজ জীবনের ক্রস থেকে পাওয়া বল গোলমুখে থাকা সানডে চিজোবা হেড করেন। কিন্তু তার প্রচেষ্টা লক্ষ্যভ্রষ্ট হয়। ২৫ মিনিটে সানডের আরেকটি দূরপাল্লার শট পুলিশের ক্রসবার ঘেঁষে বাইরে যায়। শুরু থেকে চাপে থাকা পুলিশ ২৭ মিনিটে পাল্টা আক্রমণে দারুণ সুযোগ সৃষ্টি করে। বাঁপ্রান্ত থেকে সতীর্থের বাড়ানো ক্রসে আমিরুল ইসলামের হেড অল্পের জন্য ক্রসবারের ওপর দিয়ে বাইরে যায়। অব্যাহত আক্রমণের ফসল আবাহনী পায় প্রথমার্ধ শেষের দুই মিনিট আগে। ৪৩ মিনিটে টুটুল হোসেন বাদশার লম্বা পাস নিয়ন্ত্রণে নিয়ে কেরভেন্স ফিলস বেলফোর্ট দুই ডিফেন্ডারকে কাটিয়ে থ্রু বাড়ান চিজোবাকে। নিখুঁত শটে লক্ষ্যভেদ করেন নাইজিরিয়ান ফরোয়ার্ড। এক গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় আবাহনী। বিরতির পরও আধিপত্য বিস্তার করে খেলতে থাকে কোচ মারিও লেমোসের দল। ৭৫ মিনিটে ব্যবধান দ্বিগুণ করার ভাল সুযোগ নষ্ট হয় দিনকয়েক আগে এএফসি কাপ থেকে ছিটকে পড়া আবাহনীর। বের্নহার্টের ফ্রিকিকের পর ফরোয়ার্ড সাদউদ্দিনের ক্রসে বেলফোর্টের হেড পোস্টে লেগে প্রতিহত হয়। এরপর চিজোবার হেড গোললাইন থেকে হেডেই ফিরিয়ে দেন পুলিশের খান মোহাম্মদ তারা। অবশেষে ম্যাচের ৮৭ মিনিটে জয় নিশ্চিত করা দ্বিতীয় গোল পায় আবাহনী। ডানদিক থেকে সাদউদ্দিনের কাটব্যাক পেয়ে জীবন নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যান। এরপর উঠে দাঁড়িয়ে আলতো পাস বাড়ান বের্নহার্টকে। কিরগিজস্তানের এই ফরোয়ার্ডের শটে গতি না থাকলেও বল আশ্রয় নেয় জালে। ফলে স্বস্তির জয় নিয়ে নতুন মৌসুম শুরু করে আবাহনী। এই জয়ে দিনকয়েক আগে এএফসি কাপ থেকে বিদায় নেয়ার কষ্ট কিছুটা হলেও ভুলতে পারবে আবাহনী। এশিয়ার ক্লাব ফুটবলের শ্রেষ্ঠত্বের আসর হচ্ছে এএফসি কাপ। এই আসরে সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে ঢাকা আবাহনী। কিন্তু অভিজ্ঞতাটা সুখকর হচ্ছে না। দুই বছর আগে মালদ্বীপের মাজিয়া স্পোর্টস এ্যান্ড রিক্রিয়েশন ক্লাবের কাছে ধানমন্ডি পাড়ার জায়ান্টরা হোম এ্যান্ড এ্যাওয়ে দু’টি ম্যাচেই হেরেছিল। দুই লেগেই হারের ব্যবধান ছিল ২-০। দুই বছর পর একই মঞ্চে আবারও মুখোমুখি হয়েছিল আবাহনী ও মাজিয়া। ঢাকায় হোম ম্যাচে ২-২ গোলে ড্র করে আবাহনী। এরপর মালদ্বীপে যেয়ে গোলশূন্য ড্র করে। যে কারণে হতাশা সঙ্গী করে আসর থেকে বিদায় নিতে হয়েছে ধানমন্ডি পাড়ার জায়ান্টদের। মৌসুমের প্রথম আসর ফেডারেশন কাপেও ব্যর্থ হয়েছে আবাহনী। যে কারণে দলটি এখন প্রিমিয়ার লীগে শিরোপা পুনরুদ্ধারের স্বপ্ন বুনছে। এ লক্ষ্যে শুরুটা প্রত্যাশিতই হয়েছে জীবন-সাদদের।
×