ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

দায়িত্বশীলরা এগিয়ে এলে নারীর প্রতি সহিংসতা কমবে ॥ কেসিসি মেয়র

প্রকাশিত: ১১:৪৩, ১৩ ফেব্রুয়ারি ২০২০

দায়িত্বশীলরা এগিয়ে এলে নারীর প্রতি সহিংসতা কমবে ॥ কেসিসি মেয়র

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ বুধবার দুপুরে খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) শহীদ আলতাফ মিলনায়তনে ‘নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সামাজিক সংগঠনসমূহকে উদ্বুদ্ধকরণ’ প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। বেসরকারী উন্নয়ন সংস্থা রূপান্তর, আভাস ও রাইটস যশোর যৌথভাবে এই সভার আয়োজন করে। সভায় জানানো হয়, প্রকল্পটি বাস্তবায়িত হলেই পাঁচ লাখ আট হাজার ৪৫৬ নারী ও শিশু উপকৃত হবেন। প্রকল্পের ব্যয় ধরা হয়েছে এক কোটি ৬৭ লাখ ৮৭ হাজার টাকা। রূপান্তরের নির্বাহী পরিচালক স্বপন কুমার গুহ’র সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন কেসিসি মেয়র তালুকদার আব্দুল খালেক। তিনি বলেন, সমাজের যারা বিভিন্ন পদে দায়িত্বে আছেন, তারা যদি তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করেন তাহলে নারীর প্রতি সহিংসতাসহ অন্যান্য সামাজিক ব্যাধি কমবে। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা পলাশ কান্তি বালা, মহিলা ও শিশু বিষয়ক অধিদফতরের উপপরিচালক নার্গিস ফাতেমা জামিন, ইউএসএইডের প্রতিনিধি সুমনা বিনতে মাসুদ, কাউন্টারপার্ট ইন্টারন্যাশনালের চীফ অব পার্টি ক্যালি জে জোনস ও ইউনিসেফের খুলনার চীফ অব ফিল্ড ডাঃ নাজমুল হাসান। স্বাগত বক্তব্য রাখেন রূপান্তরের নির্বাহী পরিচালক রফিকুল ইসলাম খোকন। বাঁশখালীতে কিশোর গ্যাংয়ের গুলি বিনিময় ॥ আহত ৪ নিজস্ব সংবাদদাতা, বাঁশখালী, ১২ ফেব্রুয়ারি ॥ বাঁশখালী উপজেলায় বৈলছড়ি ইউনিয়নের নজুমুন্নেছা উচ্চ বিদ্যালয় মাঠসংলগ্ন এলাকায় দুই কিশোর গ্যাংয়ের মধ্যে গুলিবিনিময়ের ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত ৮টার দিকে সংঘর্ষে মোঃ দেলোয়ার (২৪) নামের একজনকে কুপিয়ে আহত করেছে প্রতিপক্ষের সদস্যরা। এছাড়া আহত হয় অন্তত ৩ জন। স্থানীয় জনগণ তাকে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে (চমেক) প্রেরণ করেন? এ ঘটনায় গুরুতর আহত মোঃ দেলোয়ার বৈলছড়ি ইউনিয়নের উত্তরপাড়ার শাক্কু বাপের বাড়ির মৃত নুরুল ইসলামের পুত্র বলে জানা যায়।
×