ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

চট্টগ্রাম বিমানবন্দরে সিগারেট ও স্বর্ণবার উদ্ধার

প্রকাশিত: ১১:৪২, ১৩ ফেব্রুয়ারি ২০২০

চট্টগ্রাম বিমানবন্দরে সিগারেট ও স্বর্ণবার উদ্ধার

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর কাছ থেকে উদ্ধার হয়েছে ২৪০ কার্টন সিগারেট ও দুটি স্বর্ণবার। মঙ্গলবার রাতে গোয়েন্দা সংস্থার সদস্যরা যাত্রীর ব্যাগেজ থেকে এসব পণ্য উদ্ধার করেন। জানা যায়, মধ্যপ্রাচ্য থেকে আসা এ যাত্রীর নাম মোরশেদ আলম। এয়ার এরাবিয়ার একটি ফ্লাইটে তিনি সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে চট্টগ্রামে আসেন। মঙ্গলবার রাত দশটার দিকে যাত্রী মোরশেদকে চ্যালেঞ্জ করেন গোয়েন্দা কর্মকর্তারা। এর পর ব্যাগেজ তল্লাশি করে উদ্ধার করা হয় ইজি লাইন ব্র্যান্ডের ২৪০ কার্টন সিগারেট এবং ২৪ ক্যারেটের দুটি স্বর্ণবার। পণ্যগুলো ঘোষণাবহির্ভূত রাষ্ট্রের অনুকূলে জব্দ করা হয়েছে। তবে কাস্টমস এ্যাক্ট অনুযায়ী যথাযথ শুল্ক ও জরিমানা পরিশোধ করে তা ছাড়িয়ে নেয়া যাবে। নারায়ণগঞ্জে জাল স্ট্যাম্প উদ্ধার ॥ গ্রেফতার ৪ স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ ফতুল্লার চাঁনমারি এলাকার আদালত পাড়ার পাঁচটি ফটোকপির দোকানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জাল স্ট্যাম্প জব্দ করেছে র‌্যাব-১১ সদস্যরা। এর সঙ্গে জড়িত অভিযোগে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার দুপুরে র‌্যাব-১১ একটি দল অভিযান চালিয়ে তাদের আটক করে। এ সময় আদালতপাড়া ভুয়া নিবন্ধন করে বিয়ে পড়ানোর অভিযোগে এক ভুয়া কাজীও গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো- মোঃ ইসমাইল, শফিকুল ইসলাম, চঞ্চল হোসেন ও ভুয়া কাজী কবির হোসেন। সংবাদ প্রকাশের পর মুক্তিযোদ্ধার মেয়েকে অর্থ সহায়তা নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর, ১২ ফেব্রুয়ারি ॥ জনকণ্ঠে সংবাদ প্রকাশের পর মুক্তিযোদ্ধার অসহায় মেয়ে রিক্তা আক্তারকে আর্থিক সহায়তা ও বাসস্থান করে দিচ্ছেন মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন (অব.) এবি তাজুল ইসলাম। গত ৩ ফেব্রুয়ারি দৈনিক জনকণ্ঠের ১৫ পৃষ্ঠায় “মুক্তিযোদ্ধার কন্যার জীবন চলে ভিক্ষা করে” শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। ওই সংবাদের প্রতি আকৃষ্ট হন দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী, ব্রাহ্মণবাড়িয়া-৬ আসন থেকে ৬ বার নির্বাচিত এমপি ক্যাপ্টেন (অব.) এবি তাজুল ইসলাম। সংবাদটি পড়ে ওইদিন রাতেই তিনি বিষয়টি নিয়ে মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের নির্বাচিত সাবেক যুগ্ম-মহাসচিব বীর মুক্তিযোদ্ধা সফিকুল বাহার মজুমদার টিপুর সঙ্গে আলাপ করেন।
×