ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

প্রশাসনিক জটিলতা

উখিয়ায় কাজ শেষে মজুরি পাচ্ছেন না ১৭শ’ শ্রমিক

প্রকাশিত: ১১:৩৯, ১৩ ফেব্রুয়ারি ২০২০

উখিয়ায় কাজ শেষে মজুরি পাচ্ছেন না ১৭শ’ শ্রমিক

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ মাথার ঘাম পায়ে ফেলে কাজ শেষ করে তিন মাস ধরে শ্রমের টাকা পাচ্ছেন না কর্মসৃজন প্রকল্পের শ্রমিকরা। উখিয়ায় প্রশাসনিক জটিলতার কারণে ২০১৯-২০ সালের কর্মসৃজন প্রকল্পের ১ম পর্যায়ের কাজ শেষ হলেও ১ হাজার ৭শ’ শ্রমিক তাদের মজুরির টাকা পায়নি। উপজেলার পাঁচটি ইউনিয়নের জন্য সরকার কর্মসৃজন প্রকল্পের আওতায় ১ কোটি ৪১ লাখ ১২ হাজার টাকা বরাদ্দ দেয়। কিন্তু শ্রমিকরা ৪০ দিন কাজ করার পরও অদ্যাবদি তাদের মজুরির টাকা পাননি বলে অভিযোগ উঠেছে। পালংখালী ইউপি চেয়ারম্যান এম গফুর উদ্দিন চৌধুরী জানান, প্রশাসনিক জটিলতার কারণ দেখিয়ে উপজেলা প্রশাসন কর্মসৃজন প্রকল্পের কাজ করা শ্রমিকদের মজুরি দিচ্ছে না। তিনি বলেন, ৩ মাস পূর্বে কর্মসৃজন প্রকল্পের কাজ হলেও এপর্যন্ত তারা ভাতাগুলো পায়নি। কর্মসৃজন প্রকল্পের আওতায় ৫টি ইউনিয়ন থেকে দৈনিক মজুরি হিসেবে ২শ’ টাকা করে ১৭শ’ শ্রমিককে নিয়োগ দেয়া হয়। কর্মসৃজন প্রকল্পে কাজ করা পালংখালীর আলী আহমদ জানান, কাজ করেও টাকা না পেয়ে সংসার চালাতে নিদারুণ কষ্ট হচ্ছে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আল মামুন জানান জানুয়ারি শেষের দিকে কর্মসৃজন প্রকল্পের কাজ শেষ হলেও প্রশাসনিক জটিলতার কারণে এখনও তাদের মজুরি দেয়া হয়নি। পটুয়াখালীতে খাদ্য গুদাম উদ্বোধন করলেন খাদ্যমন্ত্রী নিজস্ব সংবাদদাতা, পটুয়াখালী, ১২ ফেব্রুয়ারি ॥ দুমকিতে খাদ্য বিভাগের নবনির্মিত খাদ্য গুদাম উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার ফলক উন্মোচন করে এই গুদাম উদ্বোধন করেন। পরে তিনি স্থানীয় উপজেলা প্রশাসন আয়োজিত নাগরিক সমাবেশে প্রধান অতিথি হিসেবে অংশ গ্রহণ করেন। উপজেলা চেয়ারম্যান হারুনর রশিদের সভাপতিত্বে নাগরিক সমাবেশে বিশেষ অতিথি ছিলেন খাদ্য সচিব ড. মোছাম্মৎ নাজমানারা খানুম, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক হেমায়েত উদ্দিন প্রমুখ। দুমকি উপজেলায় এই প্রথম খাদ্য গুদাম নির্মাণ করা হলো। এর ফলে স্থানীয় কৃষকরা যেমন এই গুদামে সরাসরি ধান সরবরাহ করতে পারবে তেমনি সরকারের বিভিন্ন প্রয়োজনে এই গুদাম থেকে চাল, গমসহ সংরক্ষিত পণ্য সরবরাহ করা যাবে বলে জানান সংশ্লিষ্টরা।
×