ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

বিসিএলে পূর্বাঞ্চল ও উত্তরাঞ্চলের হার

প্রকাশিত: ১২:০৮, ১১ ফেব্রুয়ারি ২০২০

বিসিএলে পূর্বাঞ্চল ও উত্তরাঞ্চলের হার

স্পোর্টস রিপোর্টার ॥ চলমান প্রথম শ্রেণীর আসর বাংলাদেশ ক্রিকেট লীগের (বিসিএল) দ্বিতীয় রাউন্ডে হেরেছে প্রথম ম্যাচে ইনিংস ব্যবধানে জয় তুলে নেয়া ইসলামী ব্যাংক পূর্বাঞ্চল ও প্রথম ম্যাচ ড্র করা বিসিবি উত্তরাঞ্চল। সোমবার ম্যাচের চতুর্থ ও শেষদিনে কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের একাডেমি মাঠে পূর্বাঞ্চলের দ্বিতীয় ইনিংস থেমে যায় ৩৬০ রানে। আফিফ হোসেন সেঞ্চুরি হাঁকান। ১৮৫ রানের লক্ষ্যে খেলতে নেমে এনামুল হক বিজয়ের অপরাজিত শতকে বিনা উইকেটে ১৮৭ রান তুলে ১০ উইকেটের বিশাল জয় পায় বিসিবি দক্ষিণাঞ্চল। দক্ষিণাঞ্চল প্রথম ম্যাচ ড্র করলেও এ জয়ে উঠে এসেছে শীর্ষে। হেরেও দ্বিতীয় স্থানে পূর্বাঞ্চল। অপরদিকে ওয়ালটন মধ্যাঞ্চল প্রথম ম্যাচে হারলেও সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে জয় তুলে নিয়েছে ৬ রানে। ৩৩০ রানের জয়ের লক্ষ্যে নেমে উত্তরাঞ্চল তানবীর হায়দারের ক্যারিয়ারসেরা ১৭৭ রানের পরও দ্বিতীয় ইনিংসে থামে ৩২৩ রানে। কক্সবাজারে ম্যাচের তৃতীয়দিন ফলোঅনে পড়া পূর্বাঞ্চল দ্বিতীয় ইনিংসে ৫ উইকেটে ৩২৩ রান তুলে ১৪৭ রানের লিড নিয়েছিল। সেই লিড চতুর্থদিনে আর মাত্র ৩৭ রান বাড়াতে পারে তারা। বাকি ৫ উইকেট হারিয়ে তাদের দ্বিতীয় ইনিংস গুটিয়ে যায় ৩৬০ রানে। আফিফ ১৭৫ বলে ১৪ চার, ১ ছক্কায় ১১৫ রানে সাজঘরে ফেরেন। জাকির হাসান করেন ৩১। দক্ষিণাঞ্চলের হয়ে মেহেদী হাসান ৪টি, আব্দুর রাজ্জাক ৩টি উইকেট নেন। ১৮৫ রানের লক্ষ্যে খেলতে নেমে কোন উইকেট হারায়নি দক্ষিণাঞ্চল। প্রথম ইনিংসে ১২৯ রান করা ওপেনার বিজয় এদিনও শতক হাঁকান। তিনি অপরাজিত থাকেন ১১১ বলে ১২ চার, ৪ ছক্কায় ১০৯ রানে। আরেক ওপেনার শাহরিয়ার নাফীস করেন ১২০ বলে ৭ চার, ২ ছক্কায় ৬৮। বিনা উইকেটে ১৮৭ রান তুলে ১০ উইকেটের বিশাল জয় তুলে নেয় দক্ষিণাঞ্চল। ১৬.৩৯ পয়েন্ট নিয়ে তারা এখন শীর্ষে। ১৩.০৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় পূর্বাঞ্চল। সিলেটে তৃতীয়দিনই জয়ের সুবাস পাচ্ছিল মধ্যাঞ্চল। ৩৩০ রানের লক্ষ্যে খেলতে নেমে ৫ উইকেটে ১৫৬ রান নিয়ে দিন শেষ করেছিল উত্তরাঞ্চল। তানবীর একাই লড়ছিলেন। চতুর্থদিনেও তিনি লড়াইয়ের কোন সঙ্গী পাননি। দলকে জয়ের কাছাকাছিই নিয়ে যাচ্ছিলেন। কিন্তু ৩০৭ বলে ২০ চার, ১ ছক্কায় তিনি ১৭৭ রানে পেসার মুকিদুল ইসলাম মুগ্ধর বলে বোল্ড হয়ে গেলে উত্তরাঞ্চল জয়ের স্বাদ পায়নি। ৩২৩ রানেই গুটিয়ে গেছে তারা। মাত্র ৬ রানের জয় পায় মধ্যাঞ্চল। শহীদুল ইসলাম ৩টি এবং মুস্তাফিজুর রহমান, মুকিদুল ও শুভাগত হোম ২টি করে উইকেট নেন।
×