ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

‘আমরা যা পারিনি তোমরা তা করে দেখাও’

প্রকাশিত: ১১:৫১, ৯ ফেব্রুয়ারি ২০২০

‘আমরা যা পারিনি তোমরা তা করে দেখাও’

স্পোর্টস রিপোর্টার ॥ ২০১৬ সালে ঘরের মাটিতে অনুর্ধ-১৯ বিশ্বকাপ ক্রিকেটের সেমিফাইনালে উঠেছিল স্বাগতিক বাংলাদেশ অনুর্ধ-১৯ ক্রিকেট দল। মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে সেটিই ছিল যুব বিশ্বকাপে বাংলাদেশের সেরা সাফল্য। এবার যুব বিশ্বকাপে সেই সাফল্যকে ছাপিয়ে আকবর আলীর নেতৃত্বে ফাইনালে উঠেছে বাংলাদেশ। ২০১৬ সালে ফাইনালে উঠতে না পারা মিরাজ তাই এবার আকবরদের অনুপ্রেরণা জুগিয়েছেন। আজ ভারতের বিপক্ষে শিরোপা লড়াইয়ে নামার আগে তিনি আকবরদের আহ্বান জানিয়ে বলেছেন, ‘আমরা যে কাজটা করেতে পারিনি তোমরা সেটা করে দেখাও।’ ২০১৬ যুব বিশ্বকাপ খেলা ডানহাতি পেসার মোহাম্মদ সাইফউদ্দিনও আকবরদের সুযোগ দেখছেন। প্রথমবারের মতো যুব বিশ্বকাপের ফাইনালে উঠেছে বাংলাদেশ ক্রিকেট দল। এর আগে আইসিসির কোন ইভেন্টেই বাংলাদেশের কোন দল ফাইনাল খেলতে পারেনি। নতুন গৌরব বয়ে এনে ইতিহাস গড়েছে আকবরের দল। এবার সেই ইতিহাসকে আরও সমৃদ্ধ করার সুযোগ শিরোপা জিতে। আজ পচেফস্ট্রুমে ফাইনালে শক্তিশালী ভারত অনুর্ধ-১৯ দলের মুখোমুখি হবে বাংলাদেশ দল। তাদের কাছে এবার যুব এশিয়া কাপের ফাইনালে হেরে গিয়েছিল আকবররা। তাই এবার আকবরদের উদ্দেশে মিরাজ বললেন, ‘ভারতের বিপক্ষে অনেক টানটান উত্তেজনার ম্যাচ কাছে গিয়ে হেরেছি। আমাদের দুর্ভাগ্য। তবে কালকের (আজ) দিনটা আমাদের করতে হবে। ছেলেরা যে রকম খেলছে আশাকরি ওরাও অনেক আত্মবিশ্বাসী। যেভাবে খেলেছে, একইরকম খেললে হয়তো আমরা ভারতকে হারাতে পারব।’ পেসার সাইফউদ্দিনও আশাবাদী। তিনি বলেন, ‘শ্রীলঙ্কায় গত অনুর্র্ধ-১৯ এশিয়া কাপ ফাইনালে ভারতের বিপক্ষে খুব কাছে গিয়েও আমরা হেরে গিয়েছিলাম। ম্যাচটি দেখে অনেক খারাপ লেগেছিল। বিশ্বকাপে যেহেতু একই প্রতিপক্ষ পেয়েছে, ভাল একটি সুযোগ আমাদের হাতে। প্রতিপক্ষ না ভেবে যদি ওরা স্বাভাবিক খেলাটা খেলতে পারে তাহলেই জেতা সম্ভব।’ আকবরদের উদ্দেশে মিরাজ বলেন, ‘আকবর, মাহমুদুল হাসান জয়দের একটাই কথা বলব। আমরা যে কাজটা করেতে পারিনি তোমরা সেটা করে দেখাও। শেষ মুহূর্ত পর্যন্ত লড়ে যাও। আমরা সবাই তোমাদের দিকে তাকিয়ে। সেমিফাইনালে হেরে যাওয়ায় খুব আঘাত পেয়েছিলাম। ওই কষ্টটা কাটিয়ে উঠতে অনেকদিন লেগেছিল আমার। অভিজ্ঞতা থেকে জয়দের বলছি, দারুণ সুযোগ তোমাদের সামনে। জানপ্রাণ উজাড় করে দাও মাঠে।’
×