ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কলাপাড়ায় ভিজিডির চাল কম ॥ বিতরণ বন্ধ

প্রকাশিত: ০৮:২৯, ৮ ফেব্রুয়ারি ২০২০

 কলাপাড়ায় ভিজিডির  চাল কম ॥  বিতরণ বন্ধ

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, ৭ ফেব্রুয়ারি ॥ ৩০ কেজির পরিবর্তে ২৫ কেজি করে চাল দেয়ায় চাকামইয়া ইউনিয়নের দুস্থ মহিলা প্রধান পরিবারকে (ভিজিডির) চাল বিতরণ বন্ধ করে দেয়া হয়েছে। তদারকি কর্মকর্তা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার রফিকুল ইসলাম অনিয়মের কারণে এ চাল বিতরণ বন্ধ রেখেছেন। চাল কম দেয়ার ঘটনায় ক্ষুব্ধ নারীরা কলাপাড়া প্রেসক্লাবের সামনে গিয়ে নালিশ জানায়। শুক্রবার দুপুরের এ ঘটনায় কলাপাড়া পৌরশহরে বিষয়টি আলোচিত হয়ে গেছে। নিয়ম রয়েছে সরকারের নিযুক্ত তদারকি কর্মকর্তার উপস্থিতিতে ভিজিডির এ চাল যথানিয়মে বিতরণের কথা। কিন্তু তা মানা হয়নি। বেতমোড় গ্রামের রানী বেগম জানান, ইউনিয়ন পরিষদে বসে চাল না দিয়ে কলাপাড়া শহরের রূপালী ব্যাংকের নীচতলায় একটি কক্ষে চাল বিতরণ শুরু করে আব্দুল বারেক। তিনি ৫০ কেজির এক বস্তা চাল দুইজনকে নিতে বাধ্য করেন। চাকামইয়া থেকে এ দরিদ্র মহিলার কলাপাড়ায় আসতে পরিবহন বাবদ এক শ’ টাকা খরচ হয়েছে। উত্তর চাকামইয়ার সুমা আক্তার, শারমিন আক্তার, মোসাম্মৎ রুকি, রেখার অভিযোগের ধরন একই। এরা আবার চাল পায়নি। তদারকি কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, তাকে অবহিত না করে চাল বিতরণ করছিল। স্থানীয়রা অভিযোগ দেয়ায় বিতরণ বন্ধ করা হয়েছে। অনেক দরিদ্র নারীরা জানান, ভিজিডির নাম অন্তর্ভুক্ত করতে তিন হাজার করে টাকা দিতে হয়েছে।
×