ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

বাঘারপাড়ায় দুই পক্ষের সংঘর্ষে পুলিশসহ আহত ৭

প্রকাশিত: ১১:৩৭, ৬ ফেব্রুয়ারি ২০২০

বাঘারপাড়ায় দুই পক্ষের সংঘর্ষে পুলিশসহ আহত ৭

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ বাঘারপাড়া উপজেলার মীরপুর গ্রামের চা বিক্রতা সানোয়ারের ঘিরে রাখা বসতবাড়ির রাস্তা বুধবার খুলে দিয়েছে থানা পুলিশ। তবে এ ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষে পুলিশের এসআইসহ আহত হয়েছেন কমপক্ষে ৭ জন। আহতদের মধ্যে দু’জনের অবস্থা গুরুতর। এ ঘটনায় সংশ্লিষ্ট এলাকায় উত্তেজনা বিরাজ করছে। বাঘারপাড়া থানার এসআই মাহবুুবুর রহমান বলেন, ‘বুধবার সকালে তারা খবর পান বাঘারপাড়ার মিরপুর গ্রামের সানোয়ারের বসতবাড়ির রাস্তা অবরুদ্ধ করে রাখা হয়েছে। এ খবরে পুলিশ সেখানে হাজির হয়ে রাস্তা খুলে দিয়ে আসে। পরে আবার পুলিশ সেখানে গিয়ে দেখতে পান দু’পক্ষের মধ্যে কথা কাটাকাটি চলছে। এক পর্যায়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বাধলে পুলিশ লাঠিচার্জ করে উভয়পক্ষকে নিবৃত করে। এ ঘটনায় কয়েকজন আহত হয়। আহতরা হলেনÑ বাঘারপাড়ার মিরপুর গ্রামের ফসিয়ার রহমানের ছেলে জিল্লুর রহমান, একই গ্রামের নওশের মোল্যার ছেলে লিখন হোসেন, নজরুল ইসলামের ছেলে সানোয়ার হোসেন, মৃত কাওসার মোল্যার ছেলে রবিউর ইসলাম, মৃত ছবেদ আলীর ছেলে আব্দুর হালিম, মৃত আজিম উদ্দিনের ছেলে মুন্সি বাহার উদ্দিন ও বাঘারপাড়া থানার এসআই মাহবুবুর রহমান। এর মধ্যে জিল্লুর রহমান ও লিখন হোসেনের অবস্থা গুরুতর। আহতদের মধ্যে জিল্লুর রহমান, লিখন হোসেন ও সানোয়ার মোল্যা বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে ফিরে গেছে। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক সিনথিয়া ফারহানা বলেন, ‘আহত ৬/৭ জনকে চিকিৎসা দিয়েছি। এর মধ্যে জিল্লুর রহমান নামে একজনের অবস্থা গুরুতর। তার মাথা ফেটে গেছে। সিটিস্ক্যান করতে বলেছি।
×