ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

স্মার্টফোনে চলবে না হোয়াটসএ্যাপ

প্রকাশিত: ১১:১৬, ৫ ফেব্রুয়ারি ২০২০

স্মার্টফোনে চলবে না হোয়াটসএ্যাপ

গত ১ ফেব্রুয়ারি থেকে লাখো পুরনো ফোনে কাজ করা বন্ধ করে দিয়েছে ফেসবুক মালিকানাধীন মেসেজিং সেবা হোয়াটসএ্যাপ। এ রকম পুরনো ডিভাইসের মধ্যে এ্যান্ড্রয়েড ও আইফোন রয়েছে। নিজেদের লাখ লাখ ব্যবহারকারীর নিরাপত্তা নিশ্চিত করতেই এমন পদক্ষেপ নিয়েছে হোয়াটসএ্যাপ প্ল্যাটফর্ম। এখন থেকে আইফোন ব্যবহারকারীদের হোয়াটসএ্যাপ চালাতে আইওএস ৯ বা তার পরবর্তী সংস্করণ চালিত ডিভাইসের প্রয়োজন পড়বে। আর এ্যান্ড্রয়েডের ক্ষেত্রে ২.৩.৭ সংস্করণ বা তার পুরনো সংস্করণের অপারেটিং সিস্টেমে চলবে না হোয়াটসএ্যাপ। ‘আইওএস ৮-এ আর হোয়াটসএ্যাপে নতুন এ্যাকাউন্ট খোলা বা বিদ্যমান এ্যাকাউন্ট পুনরায় যাচাই করা যাবে না।’- বলা হয়েছে আপডেটে। আপডেটে আরও জানানো হয়েছে, একই ঘটনা ঘটবে এ্যান্ড্রয়েড ২.৩.৭ সংস্করণের বেলায়ও। আমরা সুনির্দিষ্টভাবে ‘জেইলব্রোকেন বা আনলকড’ ডিভাইসে হোয়াটসএ্যাপ ব্যবহারে নিষেধাজ্ঞা দেইনি। তবে বর্তমান পরিবর্তনের কারণে আপনার ডিভাইসের কর্মপ্রক্রিয়ায় প্রভাব পড়তে পারে। আইফোন অপারেটিং সিস্টেমের পরিবর্তিত সংস্করণ যারা ব্যবহার করছেন, তাদের জন্য আর সমর্থন দিতে পারছি না আমরা। -আইএএনএস
×