ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কুয়াকাটা সৈকতে সূর্যাস্তের মনোরম দৃশ্য উপভোগ করলেন রাষ্ট্রপতি

প্রকাশিত: ১১:১৪, ৫ ফেব্রুয়ারি ২০২০

কুয়াকাটা সৈকতে সূর্যাস্তের মনোরম দৃশ্য উপভোগ করলেন রাষ্ট্রপতি

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, পটুয়াখালী, ৪ ফেব্রুয়ারি ॥ রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ কুয়াকাটার বেলাভূমি থেকে সূর্যাস্তের মনোরম দৃশ্য অবলোকন করলেন। তিনি শেষ বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত কুয়াকাটা সৈকতের জিরো পয়েন্টে বসে মনোমুগ্ধকর দৃশ্য দেখেন। সেখানে তিনি কিছু সময় অতিবাহিত করেন। রাষ্ট্রপতি কুয়াকাটার প্রাকৃতিক সৌন্দর্য দেখে মুগ্ধ হন। মঙ্গলবার রাতে রাষ্ট্রপতি পর্যটন ইয়ুথ-ইন মোটেল মিলনায়তনে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন এবং পর্যটন ইয়ুথ ইনে তিনি রাত্রিযাপন করেন। বুধবার বিকেল তিনটায় রাষ্ট্রপতি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেবেন। পরে সেখান থেকেই তাঁর ঢাকায় ফিরে যাবার কথা রয়েছে। রাষ্ট্রপতি আবদুল হামিদ মঙ্গলবার বিকেল সাড়ে চারটায় হেলিকপ্টারযোগে কুয়াকাটায় পৌঁছেন। তাকে স্বাগত জানান, বরিশাল বিভাগীয় কমিশনার মোঃ ইয়ামিন চৌধুরী, পুলিশের ডিআইজি মোঃ শফিকুল ইসলাম, পটুয়াখালীর জেলা প্রশাসক মোঃ মতিউল ইসলাম চৌধুরী, পুলিশ সুপার মইনুল ইসলাম। রাষ্ট্রপতির সফরসঙ্গী ছিলেন তাঁর সহধর্মিণী মিসেস রাশিদা খানম, পুত্র রাসেল আহমেদ তুহীনসহ পরিবারের সদস্যরা। এ সময় স্থানীয় সংসদ সদস্য মহিব্বুর রহমান মহিব, রাষ্ট্রপতির সচিবসহ উর্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। হেলিপ্যাড থেকে রাষ্ট্রপতি তাঁর সফরসঙ্গীসহ সরাসরি পর্যটন ইয়ুথ-ইন স্থলে চলে যান। সেখানে তিনি গার্ড অব অনার গ্রহণ করেন।
×