ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

জনতার পুলিশ হতে চাই, স্বপ্নের পুলিশ হতে চাই ॥ আইজিপি

প্রকাশিত: ১২:৩৭, ৩১ জানুয়ারি ২০২০

জনতার পুলিশ হতে চাই, স্বপ্নের পুলিশ হতে চাই ॥ আইজিপি

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ পুলিশের মহাপরিদর্শক জাবেদ পাটোয়ারী বলেছেন, আমরা মানুষের স্বপ্নের পুলিশ হতে চাই, জনগণের পুলিশ হতে চাই, জনতার পুলিশ হতে চাই। বাংলাদেশ যেভাবে এগিয়ে যাচ্ছে, মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, ২০৪১ সালে আমরা যে উন্নত বাংলাদেশের স্বপ্ন দেখছি সেই উন্নত বাংলাদেশের আমরাই হব উন্নত পুলিশ। জনগণের পুলিশ হওয়ার যে আকাক্সক্ষা আমাদের রয়েছে, মুজিববর্ষে তার প্রতিফলন হবে। এজন্য আপনারা আমাদের সাহায্য করুন। আইজিপি জাবেদ পাটোয়ারী বৃহস্পতিবার বিকেলে গাজীপুর জেলা পুলিশ লাইন্সে বার্ষিক পুলিশ সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি বলেন, পুলিশে আগের অবস্থার পরিবর্তন হয়েছে। এখন পুলিশ বদলে যাচ্ছে। আমরা সত্যিকার অর্থেই বদলে যেতে চাই। আমরা জনগণের পুলিশ হতে চাই। জনগণের পুলিশ হওয়ার জন্য আমাদেরকে জনগণের দ্বারস্থ হতে হবে, জনগণের কাছে যেতে হবে। জনগণের কাছে আমাদের যে ইমেজ আছে তা তুলে ধরতে হবে। এ ইমেজ থেকে বেরিয়ে এসে জনগণের কাছে আমাদের একটি স্বচ্ছ ইমেজ প্রতিষ্ঠিত করতে হবে। দেশের জনগণের প্রতি পুলিশের যে দায়বদ্ধতা রয়েছে, আমরা যে চিন্তাধারা হৃদয়ে লালন করছি, তা প্রতিফলন ঘটাতে পুলিশের কার্যক্রমকে জনগণের দোরগোড়ায় নিয়ে যেতে হবে। যাতে সবাই পুলিশ বাহিনীর প্রতি আকৃষ্ট হয়।
×