ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

পরিবহন শ্রমিকদের দুই পক্ষে সংঘর্ষ, আহত ১০

প্রকাশিত: ১১:৩৬, ৩১ জানুয়ারি ২০২০

পরিবহন শ্রমিকদের দুই পক্ষে সংঘর্ষ, আহত ১০

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর মুগদা বিশ্বরোড এলাকায় পরিবহন শ্রমিকদের দুই পক্ষের সংঘর্ষের পর প্রায় পৌনে এক ঘণ্টা সড়ক অবরোধে করে শ্রমিকরা। এ সময় সেখানে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে পুরো এলাকায় যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মুগদা থানার ওসি প্রলয় কুমার সাহা জনকণ্ঠকে জানান, বৃহস্পতিবার বিকেল পৌনে ৫টার দিকে পিকআপ ভ্যান করে শ্রমিকলীগের নেতাকর্মী সেখান দিয়ে যাচ্ছিল। এ সময় একটি সিএনজির সঙ্গে তাদের সংঘর্ষ হয়। এতে পিকআপ ভ্যান থেকে শ্রমিকরা নেমে সিএনজি চালকের সঙ্গে তর্কাতর্কি ও হাতাহাতি লেগে যায়। এক পর্যায়ে ঘটনাটি উভয় শ্রমিকদের মধ্যে ছড়িয়ে পড়ে। এ নিয়ে মুগদা বিশ্বরোডের শ্রমিকলীগের দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ হয়। পরে পরিবহন শ্রমিকদের একটি পক্ষ লরি, ট্রাক ফেলে বিশ্বরোডের রাস্তা অবরোধ করে। এতে ১০ জন আহত হয়।
×