ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

রাষ্ট্রপতির ভাষণ আলোচনা

বিএনপির জন্মই ক্যান্টনমেন্টে অবৈধভাবে ক্ষমতা দখলকারীর হাতে

প্রকাশিত: ১১:০৯, ৩১ জানুয়ারি ২০২০

বিএনপির জন্মই ক্যান্টনমেন্টে অবৈধভাবে ক্ষমতা দখলকারীর হাতে

সংসদ রিপোর্টার ॥ রাষ্ট্রপতির ভাষণের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে সরকারী দলের সংসদ সদস্যরা বলেছেন, ক্যান্টনমেন্টে পেছনের দরজা দিয়ে অবৈধভাবে ক্ষমতা দখলকারীর হাতে জন্ম বিএনপি নামক রাজনৈতিক দলের। দলটির বর্তমান প্রধান দুর্নীতির দায়ে কারাগারে, অন্যজন লন্ডনে পলাতক। এমন দলটির প্রতিনিধিত্ব করা বিএনপির কিছু এমপি মিথ্যাচার ও বিভ্রান্তিমূলক বক্তব্য দিয়ে সংসদকে উত্তপ্ত করার চেষ্টা করছে। কিন্তু তাদের কোন ষড়যন্ত্রই আর এদেশে বাস্তবায়িত হবে না, দেশের জনগণ গ্রহণ করবে না। প্রথমে ডেপুটি স্পীকার এ্যাডভোকেট ফজলে রাব্বি মিয়া এবং পরে প্যানেল সভাপতিম-লীর সদস্য অধ্যাপক আলী আশরাফের সভাপতিত্বে বৃহস্পতিবার রাতে জাতীয় সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তারা এসব কথা বলেন। আলোচনায় অংশ নেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, সরকারী দলের সাবেক তারকা ফুটবলার আবদুল সালাম মুর্শেদী, মহিবুর রহমান, ছলিম উদ্দীন তরফদার, সৈয়দা রাশিদা বেগম ও জাতীয় পার্টির শরিফুল ইসলাম জিন্নাহ। আলোচনায় অংশ নিয়ে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী শরীফ আহমেদ বিএনপি-জামায়াত জোটের সমালোচনা করে বলেন, মিথ্যা তথ্য ও উস্কানিমূলক বক্তব্য দিয়ে বিএনপির এমপিরা সংসদকে উত্তপ্ত ও উত্তেজিত করতে চায়। অথচ এই দলটির জন্মই হচ্ছে অবৈধভাবে। ১৫ আগস্টের নির্মম হত্যাযজ্ঞ চালিয়ে হ্যাঁ-না ভোটের মাধ্যমে বিএনপির মতো দল জন্ম নিয়েছিল। দলটির প্রধান কুখ্যাত সেই জেনারেল জিয়াউর রহমান বাংলার মাটিতে যাতে বঙ্গবন্ধু হত্যার বিচার না হয় সেজন্য ইনডেমনিটিকে আইনে পরিণত করেছিল। তিনি বলেন, বিএনপির এমপিরা সংসদে নানা কথা বলে, আমাদের ছবক দেয়ার চেষ্টা করেন। এরা কোন দলের প্রতিনিধি? তারা ক্যান্টমেন্ট থেকে আসা পেছনের দরজা দিয়ে বন্দুকের নল ঠেকিয়ে দেশের রাজনীতিতে ক্ষমতাসীন হয়েছিল। এরা যখনই ক্ষমতায় এসেছে তখন দেশের মানুষকে হত্যা করেছে। সার চাওয়ার অপরাধে ১৮ কৃষককে গুলি করে হত্যা করেছে। বর্তমানে এ দলের একজন প্রধান এতিমের টাকা আত্মসাতের দায়ে কারাগারে, অন্যজন দুর্নীতির কারণে লন্ডনে পলাতক। সেই দলটির প্রতিনিধিদের মুখে এসব কথা মানায় না।
×