ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

১৫ মাস পর ভারত থেকে ফিরল অপহৃত স্কুলছাত্রী

প্রকাশিত: ০৯:২৭, ৩১ জানুয়ারি ২০২০

১৫ মাস পর ভারত থেকে ফিরল অপহৃত স্কুলছাত্রী

নিজস্ব সংবাদদাতা, লালমনিরহাট, ৩০ জানুয়ারি ॥ জেলার হাতীবান্ধা উপজেলার পাইকারটারী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রীকে অপহরণের ১৫ মাস পর বৃহস্পতিবার ভারত থেকে বুড়িমারী ইমিগ্রেশন দিয়ে দেশে ফিরেছে। বুড়িমারী স্থলবন্দর ইমিগ্রেশনের ওসি খন্দকার আল মাহমুদ স্কুলছাত্রীকে দেশে ফিরে আসার বিষয়টি নিশ্চিত করেন। বাংলাদেশ ও ভারতের রাষ্ট্রীয় পর্যায়ে কূটনৈতিক আলোচনার পর বৃহস্পতিবার বিকেলে ভারতীয় পুলিশ লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দর দিয়ে বাংলাদেশী পাটগ্রাম থানা পুলিশের কাছে তাকে হস্তান্তর করে। স্কুলছাত্রীটি জেলার হাতীবান্ধা উপজেলার পূর্ব সারডুবী গ্রামের সহিদুল ইসলাম ভুট্টুর মেয়ে। ২০১৮ সালের ১৪ অক্টোবর তাকে অপহরণ করে ভারতে পাচার করা হয়েছিল। পাটগ্রাম থানা পুলিশ জানায়, স্কুল ছাত্রীটিকে ২০১৮ সালের ১৪ অক্টোবর স্কুল থেকে বাড়িতে ফেরার পথে অপহরণ করা হয়। তাকে জেলার হাতীবান্ধা উপজেলার ফকিরপাড়া গ্রামের গিরিনের ছেলে প্রদীপসহ কয়েকজন মিলে অপহরণ করে। পর দুর্বৃত্তরা তাকে ভারতে পাচার করে। ২০১৯ সালের ১৩ সেপ্টেম্বর ভারতের শিলিগুড়ির পায়েল সিনেমা হলের কাছ থেকে অপহৃত ছাত্রীটিকে উদ্ধার করে ভারতীয় পুলিশ। পরে তাকে উদ্ধারের কথা ভারতীয় পুলিশ তার পরিবারকে মোবাইল ফোনে জানায়।
×