ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

‘মুজিববর্ষে সব প্রাইমারী স্কুলে মিড ডে মিল চালু হবে’

প্রকাশিত: ০৯:২৬, ৩১ জানুয়ারি ২০২০

‘মুজিববর্ষে সব প্রাইমারী স্কুলে মিড ডে মিল চালু হবে’

স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম ॥ মুজিববর্ষে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালু করা হবে। এ সংক্রান্ত একটি নীতিমালা কেবিনেটে পাস করা হয়েছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন। বৃহস্পতিবার দুপুরে কুড়িগ্রাম প্রাইমারী টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট (পিটিআই) চত্বরে ২০২০-২১ শিক্ষাবর্ষের প্রথম ও দ্বিতীয় শিফটের ডিপিএড কোর্সের উদ্বোধনী ও নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় প্রতিমন্ত্রী বলেন, চরাঞ্চল ও হাওড়াঞ্চল বিষয়ে সরকার নতুন পদক্ষেপ নিয়েছে। নতুন করে স্কুল করা হবে। এছাড়া আগামী মাসে ২৬ হাজার শিক্ষক নিয়োগ করা হবে। যাদেরকে চরাঞ্চলে পোস্টিং দেয়া হবে। তিনি বলেন,সারাদেশের পিটিআইতে মাস্টার ট্রেইনার তৈরি করতে ব্রিটিশ কাউন্সিল থেকে অভিজ্ঞ লোকজন এনে ইংরেজী বিষয়ের ওপর সারাবছরই প্রশিক্ষণ দেয়ার কার্যক্রম নেয়া হয়েছে। এবং গণিত অলিম্পিয়াডের মাধ্যমে আনন্দের সঙ্গে গণিত শিক্ষার প্রোগ্রাম হাতে নেয়া হয়েছে। অনুষ্ঠানে কুড়িগ্রাম পিটিআইর সুপারিনটেনডেন্ট উত্তম কুমার ধরের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সংসদ সদস্য পনির উদ্দিন আহমেদ, প্রাথমিক শিক্ষা অধিদফতর গ্রেড-১ এর পরিচালক মোঃ ফসিউল্লাহ, প্রাথমিক শিক্ষা অধিদফতরের যুগ্ম সচিব জোবায়েদুর রহমান, জেলা প্রশাসক সুলতানা পারভীন প্রমুখ।
×