ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ভারত এশিয়া কাপ খেলতে না গেলে বিশ্বকাপ বয়কটের হুমকি পাকিস্তানের

প্রকাশিত: ১২:৪১, ২৬ জানুয়ারি ২০২০

ভারত এশিয়া কাপ খেলতে না গেলে বিশ্বকাপ বয়কটের হুমকি পাকিস্তানের

স্পোর্টস রিপোর্টার ॥ পূর্ব নির্ধারিত সূচী অনুযায়ী আগামী সেপ্টেম্বরে পাকিস্তানের মাটিতে অনুষ্ঠিত হওয়ার কথা এশিয়া কাপ। ভারত যদি এই টুর্নামেন্টে অংশগ্রহণ না করে তাহলে পাকিস্তান আগামী বছর (২০২১) ভারতের মাটিতে টি২০ বিশ্বকাপে না খেলার হুমকি দিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধান নির্বাহী ওয়াসিম খান, ‘এ বছর সেপ্টেম্বরে পাকিস্তানে শুরু হতে যাওয়া এশিয়া কাপে ভারত যদি অংশ না নেয় তাহলে ভারতে ২০২১ সালের টি২০ বিশ্বকাপে অংশগ্রহণ থেকে বিরত থাকব আমরা।’ দুই দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে রয়েছে রাজনৈতিক টানাপোড়েন। তাছাড়া পাকিস্তানের নিরাপত্তা পরিস্থিতি নিয়েও উদ্বেগ আছে। তাই ভারত এ বছর এশিয়া কাপ খেলতে সেখানে যাবে কি না তা নিয়ে রয়েছে দোলাচল। অনেক নাটকীয়তার পর বাংলাদেশ এখন পাকিস্তান সফর করছে। গুজব রটেছিল বাংলাদেশকে তাদের দেশে নেয়ার বিনিময়ে পাকিস্তান এশিয়া কাপ আয়োজকের দায়িত্ব ছেড়ে দিচ্ছে বাংলাদেশকেই। ওয়াসিম সেটি উড়িয়ে দিয়েছেন। তিনি বলেছেন, ‘আমাদের সঙ্গে এ ধরনের কোন কথাই বাংলাদেশের সঙ্গে হয়নি। এশিয়া কাপের বিনিময় বাংলাদেশের সঙ্গে হয়নি। এশিয়া কাপ হচ্ছে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের টুর্নামেন্ট। সুতরাং কেউ আগে থেকে নির্ধারিত আয়োজক পরিবর্তন করতে পারে না।’ পিসিবি কর্তা আরও বলেন, ‘বেশ কয়েকটি গণমাধ্যমে গুঞ্জন উঠেছিল এশিয়া কাপ আয়োজনের অধিকার বাংলাদেশের কাছে ছেড়ে দিয়েছে পাকিস্তান। তার বিনিময়ে সেদেশ সফরে রাজি হয়েছে বিসিবি। মিডিয়ারও জানা উচিত, পাকিস্তানকে এশিয়া কাপের আয়োজক করার সিদ্ধান্তটা এশিয়ান ক্রিকেট কাউন্সিলেরই (এসিসি) নেয়া। তাই পিসিবি কিংবা আইসিসি স্বাগতিক দেশ পরিবর্তন করার এখতিয়ার রাখে না।’ কথা উঠেছে, ভারত কী তাহলে এশিয়া কাপ খেলতে পাকিস্তান যাবে? এ প্রশ্নের জবাবে ওয়াসিম খান সরাসরি জানিয়ে দেন, ‘এশিয়া কাপ আয়োজনের জন্য এখন পাকিস্তান পুরোপুরি প্রস্তুত। পাকিস্তানে না আসার ভারতের কোন কারণই নেই।’ তবে ভারতকে ছাড়া এশিয়া কাপের যে কোন মানে নেই সেটিও মাথায় আছে পিসিবি’র, ‘হ্যাঁ এ বিষয়ে আমরা একটা বিকল্প প্রস্তাবও তৈরি করে রেখেছি। ভারত যদি পাকিস্তানে আসতে না চায় তাহলে আমরা তাদের সঙ্গে নিরপেক্ষ কোন ভেন্যু, সেটা হতে পারে আরব আমিরাত কিংবা অন্য কোথাও। তবুও তারা যদি এশিয়া কাপ খেলতে না আসে তাহলে ২০২১ টি২০ বিশ্বকাপ খেলতে আমরাও ভারতে যাব না।’ শ্রীলঙ্কা এবং বাংলাদেশ পাকিস্তানে যাওয়ার পর পিসিবি’র লক্ষ্য এবার দক্ষিণ আফ্রিকাকে তাদের দেশে আনা।
×