ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সিমোনা-কারবারের সহজ জয়

প্রকাশিত: ১১:৩৬, ২৪ জানুয়ারি ২০২০

সিমোনা-কারবারের সহজ জয়

স্পোর্টস রিপোর্টার ॥ অস্ট্রেলিয়ান ওপেনের দ্বিতীয়পর্বে সহজ জয়ের দেখা পেয়েছেন সিমোনা হ্যালেপ, এ্যাঞ্জেলিক কারবার, ক্যারোলিনা পিসকোভা, কিকি বার্টেন্স, এলিস মার্টেন্স এবং ডোনা ভেকিচ। দারুণ জয়েই বৃহস্পতিবার টুর্নামেন্টের তৃতীয়পর্বের টিকেট নিশ্চিত করেন তারা। তবে তারকাদের জয়ের দিনে হেরে গেছেন জেলেনা ওস্টাপেঙ্কো, হেথার ওয়াটসন এবং কার্লা সুয়ারেজ নাভারো। যার ফলে দ্বিতীয় রাউন্ড থেকেই ছিটকে গেছেন তারা। গত দুই মৌসুমে টানা দুই গ্র্যান্ডস্লাম জিতেন সিমোনা হ্যালেপ। চলতি মৌসুমেও আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের তিন নম্বরে থাকা সিমোনা হ্যালেপ। সেই লক্ষ্যে সঠিকভাবেই এগোচ্ছেন তিনি। বৃহস্পতিবার অস্ট্রেলিয়ান ওপেনের দ্বিতীয়পর্বের ম্যাচে ৬-২ এবং ৬-৪ সেটে পরাজিত করেন হ্যারিয়েট ডার্টকে। এই জয়ের পর দারুণ খুশি রোমানিয়ান তারকা। নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে তিনি বলেন, ‘আমি চাপের মধ্যে খেলতে খুব পছন্দ করি। আমার কাছে এটা আরও বেশি উপভোগ্য এবং রোমাঞ্চকর মনে হয়।’ আরেক সাবেক শীর্ষ তারকা ক্যারোলিনা পিসকোভা এদিন ৬-৩ এবং ৬-৩ সেটে পরাজিত করেন জার্মানির লরা সিগেমুন্ডকে। টানা দুই জয়ে মৌসুমের প্রথম গ্র্যান্ডস্লাম টুর্নামেন্টের তৃতীয়পর্বের টিকেট নিশ্চিত করেছেন চেক তারকা। গত বছর মেলবোর্নের সেমিফাইনাল খেলেছিলেন তিনি। দ্বিতীয় বাছাই এবার সেই ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে এগোতে চান। তৃতীয়পর্বের ম্যাচে রাশিয়ার ৩০তম বাছাই এ্যানাস্তাসিয়া পাভলিউচেঙ্কোভার মুখোমুখি হবেন। যিনি দ্বিতীয় রাউন্ডে ৭-৫ এবং ৭-৬ ব্যবধানে হারান আমেরিকার টেইলর টাউনসেন্ডকে। ২০১৬ সালে অস্ট্রেলিয়ান ওপেনের চ্যাম্পিয়ন হয়েছিলেন এ্যাঞ্জেলিক কারবার। জার্মান তারকাও তৃতীয়পর্বে জায়গা করে নিয়েছেন। বৃহস্পতিবার দ্বিতীয় রাউন্ডের ম্যাচে সাবেক নাম্বার ওয়ান তারকা ৬-৩ এবং ৬-২ সেটে পরাজিত করেন ওয়াইল্ডকার্ড নিয়ে খেলতে আসা অস্ট্রেলিয়ার প্রিসিলা হোনকে। এছাড়া ষষ্ঠ বাছাই বেলিন্ডা বেনচিচ দ্বিতীয়পর্বে পরাজয়ের লজ্জা উপহার দিয়েছেন জেলেনা ওস্টাপেঙ্কোকে। সুইস তারকা এদিন ৭-৫ এবং ৭-৫ সেটে পরাজিত করেন ২০১৭ সালের ফ্রেঞ্চ ওপেনের চ্যাম্পিয়ন জেলেনা ওস্টাপেঙ্কোকে। আরেক ম্যাচে ১৯তম বাছাই ডোনা ভেকিচ ৬-৪ এবং ৬-২ সেটে হারান এ্যালিজ কোর্নেটকে। বেলজিয়ামের এলিস মার্টেন্স দ্বিতীয় রাউন্ডে ৬-৩ এবং ৬-০ সেটে হারান গ্রেট ব্রিটেনের প্রতিনিধি হেথার ওয়াটসনকে। এদিকে দীর্ঘ ২৭ মাস কোর্টের বাইরে থাকার পর কোর্টে ফিরেই চমক দিয়েছিলেন সানিয়া মির্জা। গত সপ্তাহেই হোবার্ট ওপেনের ডাবলসে চ্যাম্পিয়ন হয়েছিলেন তিনি ইউক্রেনের নাদিয়া কিচেনককে সঙ্গী করে। কিন্তু অস্ট্রেলিয়ান ওপেনের শুরুতেই তাকে ভোগাচ্ছে চোট। তার ডান পায়ের কাফ মাসলের চোটের জন্য অস্ট্রেলিয়ান ওপেনের মিক্সড ডাবলসে না খেলার সিদ্ধান্ত নিয়েছেন ভারতীয় তারকা। তবে বৃহস্পতিবার ডাবলসে খেলা শুরু করেন কিচেনককে জুটি করে। তাদের প্রথম প্রতিপক্ষ চিনের জিনউউন হান ও লিন ঝু। অস্ট্রেলিয়ান ওপেনের মিক্সড ডাবলসে সানিয়ার প্রথমে জুটি বাঁধার কথা ছিল ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান তারকা রাজীব রামের সঙ্গে। রাজীব অসুস্থ হয়ে পড়ায় সানিয়া সঙ্গী বদলে রোহন বোপান্নাকে নেন। এখন সানিয়া সরায় রোহনের সঙ্গী হবেন নাদিয়া কিচেনক। ১৫ মাসের ছেলে ইজহানকে নিয়ে সফরে বেরিয়েছেন সানিয়া। হোবার্ট ওপেনের ফাইনালে খেলার সময়ই তার পায়ে টান লাগে। এ ব্যাপারে সানিয়া বলেন, ‘এটা খুব দুর্ভাগ্যের যে আমি যখন ছন্দে ফিরছি, তখনই আমার চোট লেগে গেল। রোহনের সঙ্গে খেলার একটা সুযোগ নষ্ট হলো। তবে আমি বেশ কিছুটা সময় অনুশীলন করেছি। তাতে তেমন অসুবিধে বোধ করছি না। তাই ডাবলসে খেলব।’ চারদিন বিশ্রাম নেয়ার পর বুধবার কিচেনককে নিয়ে সানিয়া ২০ মিনিট একনাগাড়ে অনুশীলন করেন। তাতে তাকে বেশ সাবলীল দেখিয়েছে। বুধবার ছেলেদের ডাবলসের প্রথম রাউন্ডে রোহন বোপান্না ও তার জাপানী জুটি ইয়াসুতাকা উচিয়ামা ছিটকে যান। তাদের ৬-১, ৩-৬, ৬-৩ সেটে হারান বিখ্যাত বব ও মাইক ব্রায়ান জুটিকে। এই জুটি ৬ বার অক্রেলিয়ান ওপেনের খেতাব জিতেছেন। তারা ঘোষণা করেছেন, এটাই তাদের শেষ অস্ট্রেলিয়ান ওপেন। ভারতের দ্বিবিজ শরণ নিউজিল্যান্ডের আর্তেম সিতাককে নিয়ে ৬-৪, ৭-৫ সেটে হারিয়েছেন স্প্যানিশ-পর্তুগীজ জুটি পাবলো বুস্তা ও জোয়াও সুজাকে।
×