ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সিপিবির সভায় হামলার দায় এড়াতে পারে না আওয়ামী লীগ ॥ রিজভী

প্রকাশিত: ০৯:৩৫, ২২ জানুয়ারি ২০২০

সিপিবির সভায় হামলার দায়  এড়াতে পারে না  আওয়ামী  লীগ ॥ রিজভী

স্টাফ রিপোর্টার ॥ পল্টন ময়দানে সিপিবির সমাবেশে হামলার দায় আওয়ামী লীগ এড়াতে পারে না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ২১ আগস্টের গ্রেনেড হামলার ঘটনায় খালেদা জিয়া ও বিএনপিকে দায়ী করা হলে পল্টন ময়দানে সিপিবির সমাবেশে বোমা হামলার ঘটনায়ও শেখ হাসিনা ও আওয়ামী লীগ দায়ী। মঙ্গলবার দুপুরে নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে মুক্তির দাবি করে রিজভী বলেন, অবিলম্বে তাঁকে মুক্তি দিয়ে সংসদ ভেঙ্গে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দেয়া না হলে এ সরকারের পালানোর পথ রুদ্ধ হয়ে যাবে। জনবিস্ফোরণ আর রোধ করা যাবে না। দীর্ঘ প্রায় দুই বছর ধরে প্রতিহিংসার রোষে কারাবন্দী বিনা চিকিৎসায় পঙ্গু হতে যাওয়া খালেদা জিয়ার মুক্তি চান দেশের প্রতিটি মানুষ। তিনি বলেন, খালেদা জিয়াকে বিনা চিকিৎসায় কারারুদ্ধ রেখে তার জামিনে সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে সরাসরি বাধা দেয়া হচ্ছে। তাকে সুচিকিৎসা থেকেও বঞ্চিত করে রাখা হয়েছে। বিচারকের আসনে বসে আওয়ামী লীগের কথামতো যেসব বিচারক নিরপরাধ মানুষের সঙ্গে অন্যায় আচরণ করছেন তাও দেশবাসী দেখছে। রিজভী বলেন, ২০০১ সালের ২০ জানুয়ারি ক্ষমতায় ছিল কে? আজকের আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী সেদিনও আওয়ামী লীগের প্রধান ও প্রধানমন্ত্রী ছিলেন। তাহলে সিপিবির সমাবেশে হামলার ঘটনায় করা মামলায় আওয়ামী লীগের নেতাদের নাম কোথায়? তারা ক্ষমতায় থাকায় তাদের তো দায়িত্ব ছিল জনসভার নিরাপত্তা দেয়ার। যদি ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপি নেতারা দায়ী হয়ে থাকেন তখনকার সরকারের লোকজন দায়ী হয়ে থাকেন তাহলে সিপিবির সমাবেশে হামলার জন্য আওয়ামী লীগ বা তখনকার সরকার দায়ী নন কেন? সেই সময়ের স্বরাষ্ট্রমন্ত্রী দায়ী নন কেন? পুলিশের যারা কর্মকর্তা ছিলেন তারা দায়ী নন কেন? রিজভী বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডনে জিয়াউর রহমানের জন্মবার্ষিকীর আলোচনা সভায় মাতৃভূমির ভৌগোলিক স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ‘টেক ব্যাক বাংলাদেশ’ আন্দোলনে রাজপথে নেমে আসার যে ডাক দিয়েছেন তাতে দলমত নির্বিশেষে দেশপ্রেমিক প্রতিটি মানুষকে এক কাতারে এসে সাড়া দিতে উদাত্ত আহ্বান জানাচ্ছি। রিজভী বলেন, চট্টগ্রামের লালদীঘি মাঠে এরশাদ ক্ষমতায় থাকা অবস্থায় আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে গুলি করে হত্যার চেষ্টা এবং ২৪ জনকে হত্যার ঘটনায় সোমবার ৫ আসামিকে ফাঁসির আদেশ দিয়েছে আদালত। আমাদের বক্তব্য হলো এই মর্মান্তিক ঘটনাটি যখন সংঘটিত হয় তখন এরশাদ ক্ষমতায়, অথচ হুসেইন মুহাম্মদ এরশাদ ছিল আওয়ামী লীগের বড় সহযোগী। কিন্তু এরশাদসহ সেই সময় ক্ষমতাসীনদের কারোরই এই মামলায় নাম ছিল না।
×