ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

অনুশীলন ক্যাম্পে পেসার রানা

প্রকাশিত: ১১:৩৮, ২১ জানুয়ারি ২০২০

 অনুশীলন ক্যাম্পে পেসার রানা

স্পোর্টস রিপোর্টার ॥ সদ্য সমাপ্ত বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) টি২০ আসরে দুর্দান্ত বোলিং করেছেন বাঁহাতি পেসার মেহেদী হাসান রানা। শুরুতে দল না পেলেও পরবর্তীতে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের জার্সিতে নেমে রীতিমতো হৈচৈ ফেলে দিয়েছেন চাঁদপুরের এ ২৩ বছর বয়সী পেসার। ১০ ম্যাচে ১৮ উইকেট শিকার করেছেন ৭.৫০ ইকোনমিতে। সবচেয়ে বেশি আকৃষ্ট করেছেন তিনি দুর্দান্ত কিছু স্লোয়ার, ইয়র্কার দিয়ে এবং স্লগ ওভারে মিতব্যয়ী বোলিংয়ে। অনেকেই ধরে নিয়েছিলেন এবার জাতীয় দলে ডাক পাবেন মেহেদী রানা। কিন্তু পাকিস্তানগামী টি২০ দলে সুযোগ পাননি তিনি। তবে রবিবার থেকে শুরু হওয়া জাতীয় দলের ৩ দিনের অনুশীলন ক্যাম্পের দ্বিতীয়দিন (সোমবার) যোগ দিয়েছেন মেহেদী। নেট বোলার হিসেবেই তাকে অনুশীলনে ডাকা হয়েছে।
×