ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

বেজের ঘূর্ণিতে বেসামাল দক্ষিণ আফ্রিকা

প্রকাশিত: ১২:০৪, ১৯ জানুয়ারি ২০২০

বেজের ঘূর্ণিতে বেসামাল দক্ষিণ আফ্রিকা

স্পোর্টস রিপোর্টার ॥ বেন স্টোকস (১২০) আর ওলি পোপের (১৩৫*) জোড়া সেঞ্চুরির ওপর ভর করে ৯ উইকেটে ৪৯৯ রানে শুক্রবার দ্বিতীয়দিনেই প্রথম ইনিংস ঘোষণা করেছিল ইংল্যান্ড। পোর্ট এলিজাবেথে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার জন্য এটা নিশ্চিত বড় একটি চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জ মোকাবেলা করতে নেমে ইংল্যান্ডের অখ্যাত অফস্পিনার ডম বেজের ঘূর্ণিতে বেকায়দায় প্রোটিয়া শিবির। মাত্র চতুর্থ টেস্ট খেলতে নামা ২২ বছর বয়সী ডমিনিক বেজের ঘূর্ণিতে ১০৯ রান তুলতে ৫ উইকেট হারায় ডু প্লেসিসরা। ডম বেজ একাই তুলে নেন এই ৫টি উইকেট। ১৮.২ ওভার বল করে ৪১ রান দিয়ে এই ৫ উইকেট শিকার করেন তিনি। ক্যারিয়ারে এখন পর্যন্ত এটাই তার সেরা বোলিং। এ ম্যাচের আগে বেজের ক্যারিয়ার সেরা বোলিং ছিল ৩৩ রানে ৩ উইকেট। বৃষ্টির কারণে শনিবার তৃতীয়দিনের বেশিরভাগ সময় প- হয়ে যায়। চা-বিরতির পর এ রিপোর্ট লেখার সময় ওই ৫ উইকেট হারিয়ে স্বাগতিকদের সংগ্রহ ছিল ১৫০। প্রতিরোধ গড়েন এনরিখ নর্টজ (২৮*) এবং কুইন্টন ডি কক (৩৪*)। মন্থর ব্যাটিংয়ে এই ২৮ রান করতে ১৩১ বল মোকাবেলা করেন নর্টজ। উল্লেখ্য, ১-১এ চলমান চার টেস্টের সিরিজে এই ম্যাচটা দু’দলের জন্যই গুরুত্বপূর্ণ। পোর্ট এলিজাবেথ টেস্টে শুক্রবার দ্বিতীয়দিনই দুই উইকেট তুলে নেন বেজ। তৃতীয়দিনের সকালে শিকার করেন আরও তিন উইকেট। ২ উইকেটে ৬০ রান নিয়ে তৃতীয়দিন ব্যাটিংয়ে নামে দক্ষিণ আফ্রিকা। তিন রান যোগ করতেই এলগারের (৩৫) উইকেট হারায় স্বাগতিক শিবির। এরপর অধিনায়ক ফ্যাফ ডুপ্লেসিস (৮) ও ছন্দে থাকা ফন ডার ডুসেনকেও (২৪) দ্রুত আউট করেন বেজ। জাতীয় এ্যাথলেটিক্সে নৌবাহিনী চ্যাম্পিয়ন স্পোর্টস রিপোর্টার ॥ মুজিববর্ষ উপলক্ষে ৪৩তম জাতীয় এ্যাথলেটিক্স প্রতিযোগিতা শনিবার বন্দরনগরী চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে সমাপনী ঘোষণা করেন ফেডারেশনের সহ-সভাপতি ফারুকুল ইসলাম। বাংলাদেশ নৌবাহিনী ২১ স্বর্ণ, ১৮ রৌপ্য এবং ৮ তাম্রপদকসহ মোট ৪৭ পদক নিয়ে পদক তালিকার শীর্ষে থেকে চ্যাম্পিয়ন হয়েছে। ১৪ স্বর্ণ, ১৪ রৌপ্য এবং ১৪ তাম্রপদকসহ মোট ৪২ পদক নিয়ে রানার্সআপ হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। ১ স্বর্ণ, ১ রৌপ্যসহ মোট ২ পদক নিয়ে তৃতীয় হয়েছে বাংলাদেশ আনসার ও ভিডিপি।
×