ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

ঘোষিত দলে নতুন মুখ হাসান মাহমুদ

রিয়াদের নেতৃত্বে পাক সফরের টি২০ দল

প্রকাশিত: ১১:৫৯, ১৯ জানুয়ারি ২০২০

রিয়াদের নেতৃত্বে পাক সফরের টি২০ দল

স্পোর্টস রিপোর্টার ॥ পাকিস্তানের বিরুদ্ধে পাকিস্তানে গিয়ে তিন ধাপে সিরিজ খেলবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। শুরুতে তিন ম্যাচের টি২০ সিরিজ খেলবে। এরপর ফেব্রুয়ারিতে এক টেস্ট খেলা শেষে এপ্রিলে এক ওয়ানডে ও এক টেস্ট খেলবে বাংলাদেশ। তিন ম্যাচের টি২০ সিরিজের প্রথম টি২০ ২৪, দ্বিতীয় টি২০ ২৫ ও তৃতীয় টি২০ ২৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে। লাহোরে হবে ম্যাচগুলো। এ সিরিজের জন্য মাহমুদুল্লাহ রিয়াদকে অধিনায়ক করে শনিবার ১৫ সদস্যের টি২০ দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত দলে নতুন চমক হাসান মাহমুদ। তিনি প্রথমবারের মতো জাতীয় দলে সুযোগ পেয়েছেন। দলে নেই সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম। সাকিব ক্রিকেট থেকে নিষিদ্ধ আর মুশফিক নিজেই পাকিস্তানের সিরিজে খেলতে যেতে চাননি, তাই তারা সিরিজের দলে নেই। তবে বাংলাদেশ ওপেনার তামিম ইকবাল দীর্ঘদিন পর দলে ফিরেছেন। সবার একটা ধারণাই হয়ে গিয়েছিল, চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের মেহেদী হাসান রানা দলে সুযোগ পাবেন। তিনি অসাধারণ বোলিং করেছেন। ১০ ম্যাচে ১৮ উইকেট নিয়েছেন। বেশ প্রশংসা কুড়িয়েছেন। কিন্তু রানাকে না নিয়ে ঢাকা প্লাটুনের হাসান মাহমুদকে নেয়া হয়েছে। হাসানও আকর্ষণ কুড়িয়েছেন। ১৩ ম্যাচ খেলে ১০ উইকেট নিয়েছেন হাসান। তবে তার একটি বিশেষ দিক আছে। সেটি হচ্ছে, এ পেসার ঘণ্টায় সর্বোচ্চ ১৪২.৪০ কিমি গতি তুলেছেন। ঢাকার কোচিং স্টাফ তো প্রশংসা করেছেনই। এমনকি বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনও প্রশংসা করেছেন। ২০ বছর বয়সী লক্ষ্মীপুরের এ ডানহাতি পেসার গতিতেই আসলে রানাকে পেছনে ফেলেছেন। বঙ্গবন্ধু বিপিএলে নৈপুণ্য দেখিয়ে শুধু হাসান মাহমুদই নন, নাজমুল হোসেন শান্তও দলে সুযোগ করে নিয়েছেন। যদিও ইমরুল কায়েস যদি হ্যামস্ট্রিং ইনজুরিতে না পড়তেন তাহলে শান্তর সুযোগ হতো না। ইমরুলই প্রথম পছন্দ ছিলেন। কিন্তু নির্বাচকরা বিসিবির চিকিৎসকদের সঙ্গে আলোচনা করে দেখেছেন, ইমরুল এ মুহূর্তে হ্যামস্ট্রিং ইনজুরির জন্য জাতীয় দলের খেলা খেলতে পারবেন না। বিপিএলে চট্টগ্রামের হয়ে দারুণ ব্যাটিং করা ইমরুলের ভাগ্যই খারাপ। সাকিব ও মুশফিক না থাকায় মিডলঅর্ডারে একজন অভিজ্ঞ ব্যাটসম্যানের দরকার ছিল। সেই বিবেচনাতেই ইমরুল প্রথম পছন্দ ছিলেন। কিন্তু ইনজুরি থাকলে আর কি করার আছে। তবে দীর্ঘদিন পর দলে ফিরেছেন বাংলাদেশ ওপেনার তামিম ইকবাল। সর্বশেষ তিনি বিশ্বকাপের পর শ্রীলঙ্কার বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে খেলেছিলেন। এরপর আর জাতীয় দলের হয়ে খেলেননি। বিশ্রাম আর ছুটি নিয়ে খেলেননি। এই বিপিএলে তামিম ৩৯৬ রান করে ফর্ম ফিরে পেয়েছেন। দলেও ফিরেছেন। শুধু তামিমই নন, দলে ফিরেছেন নাজমুল হোসেন শান্ত, রুবেল হোসেন ও মেহেদী হাসানও। দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক হোসেন সৈকত, তাইজুল ইসলাম, আরাফাত সানি ও আবু হায়দার রনি। তবে প্রথমবারের মতো দলে ডাক পাওয়া হাসান মাহমুদকে নিয়েই এখন আলোচনা সবখানে। বিপিএলে ধারাবাহিক পারফর্মেন্স ও দুর্দান্ত গতি দিয়ে বিসিবির নজর কাড়েন হাসান মাহমুদ। প্রথমবারের মতো জাতীয় দলে সুযোগ পাওয়ায় তার জন্মস্থান লক্ষ্মীপুরে স্বাভাবিকভাবেই শুরু হয়েছে আনন্দ-উচ্ছ্বাস। ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে হাসানকে অভিনন্দন জানাচ্ছেন স্বজন ও প্রতিবেশীরা। লক্ষ্মীপুর পৌরসভার ৭নং ওয়ার্ডের বাঞ্ছানগরের মমিন ভেন্ডার বাড়িতে মোঃ ফারুক হোসেনের ছেলে হাসান মাহমুদ। তার ডাক নাম রাব্বি। বাবা ভূমি মন্ত্রণালয়ের জরিপ বিভাগের অবসরপ্রাপ্ত কর্মকর্তা। হাসান মাহমুদের ক্যারিয়ার শুরু হয়েছে অনুর্ধ-১৪ দলের হয়ে। এরপর অনুর্ধ-১৭ পেরিয়ে জায়গা হয় অনুর্ধ-১৯ দলেও। এরপর অনুর্ধ-২৩ দল ও বিসিবি হাইপারফর্মেন্স দলের হয়েও খেলেছেন তিনি। ২০১৭ সালে চট্টগ্রাম বিভাগের হয়ে প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিষেক হয় তার। তবে নিজেকে চিনিয়েছেন তিনি বঙ্গবন্ধু বিপিএলের মঞ্চেই। এই টুর্নামেন্টে দুর্দান্ত খেলে বনে গেছেন তারকা। আজ শুরু হতে যাওয়া দলের প্রস্তুতি ক্যাম্পে প্রথমবারের মতো থাকবেন হাসানও। টানা তিনদিন দুপুর থেকে বিকেল পর্যন্ত অনুশীলন শেষে বুধবার যে বাংলাদেশ দল পাকিস্তান যাবে, প্রথমবারের মতো জাতীয় দলের সঙ্গে সফরসঙ্গী হবেন হাসান। বাংলাদেশ দল ॥ মাহমুদুল্লাহ রিয়াদ (অধিনায়ক), তামিম ইকবাল খান, সৌম্য সরকার, নাইম শেখ, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, মোহাম্মদ মিঠুন, আফিফ হোসেন, মেহেদী হাসান, আমিনুল ইসলাম বিপ্লব, মুস্তাফিজুর রহমান, শফিউল ইসলাম, আল-আমিন হোসেন, রুবেল হোসেন ও হাসান মাহমুদ।
×