ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ফরিদপুর রেলস্টেশন

সাত দিনের মধ্যে গোডাউন ছেড়ে দেয়ার নির্দেশ

প্রকাশিত: ০৯:৩৫, ১৭ জানুয়ারি ২০২০

সাত দিনের মধ্যে গোডাউন ছেড়ে দেয়ার নির্দেশ

নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর, ১৬ জানুয়ারি ॥ ফরিদপুর রেলস্টেশনের ডক ইয়ার্ডে অবস্থিত রেলের বিশালকায় একটি গোডাউন লিজ নিয়ে দীর্ঘদিন যাবত খাবার হোটেল ও ভাঙ্গারির দোকান গড়ে তোলা হচ্ছে। প্রভাবশালীদের দখলে থাকা গোডাউনের এসব দোকান মালিককে জরিমানা করা হয়েছে। একইসঙ্গে আগামী সাত দিনের মধ্যে এসব স্থাপনা ছেড়ে দিতে দখলদারদের নির্দেশও দেয়া হয়েছে। বৃহস্পতিবার সকালে বাংলাদেশ রেলওয়ের দক্ষিণ-পশ্চিমাঞ্চল জোনের বিভাগীয় ভূমি কর্মকর্তা মোঃ নুরুজ্জামানের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। এ সময় বিভাগীয় ভূমি কর্মকর্তা মোঃ নুরুজ্জামান বলেন, গোডাউনের অবকাঠামো পরিবর্তন করে এসব দোকান ঘর বানানো হয়েছে। সরেজমিনে ওই ভাঙ্গারি ব্যবসায়ী নয়ন মিয়া ও খাবার হোটেলের মালিক রাশেদা বেগমকে এক হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে। প্রসঙ্গত ওই গোডাউনের ইজারা নিয়েছেন শফিকুল আলম চৌধুরী। ইজারা নিয়ে তিনি নয়ন মিয়া ও রাশেদাকে ওই গোডাউনটি সাব ভাড়া দেন। শফিকুল আলম চৌধুরী বলেন, তিনি ’৯৫ সাল থেকে এই গোডাউন ইজারা নিয়েছেন। তবে গোডাউনের অবকাঠামো পরিবর্তন করে কাউকে ভাড়া দেননি। ওরা নিজেরাই এসব দোকান করে নিয়েছে। রেল কর্তৃপক্ষ উচ্ছেদের নোটিস দিলেই গোডাউনটি ছেড়ে দেব। ফরিদপুর রেলস্টেশন মাস্টার সোহেল রানা রনি জানান, রেলের ওই গোডাউনের পাশে পদ্মা সেতুর পাথর নামিয়ে ট্রাকযোগে পাঠানো হচ্ছে।
×