ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ভালভার্ডে ছাঁটাই, বার্সার নতুন কোচ সেতিয়েন

প্রকাশিত: ১২:২৬, ১৫ জানুয়ারি ২০২০

ভালভার্ডে ছাঁটাই, বার্সার নতুন কোচ সেতিয়েন

স্পোর্টস রিপোর্টার ॥ অব্যাহত ব্যর্থতার কারণে অনুমিতই ছিল ছাঁটাই হতে চলেছেন আর্নেস্টো ভালভার্ডে। অবশেষে সেটাই হয়েছে। বার্সিলোনার কোচ পদ থেকে সরিয়ে দেয়া হয়েছে ভালভার্ডেকে। তার পরিবর্তে মেসি-সুয়ারেজদের কোচের দায়িত্ব পেয়েছেন কুইকে সেতিয়েন। মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছে কাতালানরা। ন্যুক্যাম্পে চার ঘণ্টারও বেশি সময় ধরে চলা বার্সিলোনা ক্লাব সদস্যদের বোর্ড সভায় ভালভার্ডেকে বরখাস্তের সিদ্ধান্ত নেয়া হয়। বর্তমানে লা লিগা টেবিলের শীর্ষে থাকলেও গত পাঁচটি ম্যাচে মাত্র একটিতে জয় পেয়েছে কাতালানরা। ২০০৩ সালে লুইস ভ্যান গালের পর মৌসুমের মাঝামাঝিতে প্রথম কোচ হিসেবে পদ হারালেন ভালভার্ডে। ক্লাবের বিবৃতিতে জানানো হয়েছে, দু’পক্ষের মধ্যে সমঝোতার ভিত্তিতেই চুক্তি বাতিল করা হয়েছে। আরও জানানো হয়েছে, ২০২২ সালের জুন পর্যন্ত সেতিয়েনকে নিয়োগ দেয়া হয়েছে। বিবৃতিতে বার্সিলোনা লিখেছে, ‘স্প্যানিশ ফুটবলে সেতিয়েন অন্যতম অভিজ্ঞ একজন কোচ। পুরো ক্যারিয়ারে পজিশনভিত্তিক এ্যাটাকিং ফুটবলের জন্য তিনি সমর্থকদের কাছে জনপ্রিয় ছিলেন। আশা করছি তার হাত ধরে ক্লাব সফলতা পাবে’। উয়েফা চ্যাম্পিয়ন্স লীগে গত দুই মৌসুমে বাজেভাবে বিদায়ের কারণে ভালভার্ডের ভবিষ্যত নিয়ে শঙ্কা দেখা দিয়েছিল। ২০১৮ সালে ইতালিয়ান ক্লাব এএস রোমার কাছে হার এবং ২০১৯ সালে লিভারপুলের কাছে একইভাবে হার মানে কাতালানরা। দিনকয়েক আগে স্প্যানিশ সুপার কাপের সেমিফাইনালে এ্য্যাটলেটিকো মাদ্রিদের কাছে হেরেছে। ভালভার্ডের অধীনে দুই মৌসুমে বার্সিলোনা দুটি লা লিগা ছাড়াও ২০১৮ সালে কোপা ডেল’রে শিরোপা জয় করে। আরেকটি লীগ শিরোপার পথে মৌসুমের মাঝামাঝিতে এসে বেশ ভালভাবেই টিকে আছে বার্সা। কিন্তু তার ওপর আর আস্থা রাখতে পারেনি বিশ্ব ক্লাব ফুটবলের অন্যতম সেরা দলটি। ২০১৭ সালে ভালভার্ডে যখন বার্সিলোনায় এসেছিলেন তখন নেইমারকে হারিয়ে দল হতাশার মধ্য দিয়ে যাচ্ছিল। তারপরও তিনি দলকে দারুণভাবে সামনে এগিয়ে নিয়ে গেছেন। একটি মাত্র ম্যাচে হেরে লা লিগা শিরোপা জয় করেছিল। পরের বছরও এ্যাটলেটিকো মাদ্রিদের থেকে ১১ ও রিয়াল মাদ্রিদের থেকে ১৯ পয়েন্ট এগিয়ে লীর্ঘ শিরোপা ধরে রাখে। চলতি মৌসুমেও এখন পর্যন্ত বার্সা শীর্ষে আছে। এরপরও অন্যান্য আসরে ভাল করতে না পারায় তল্পিতল্প গোছাতে হয়েছে ভালভার্ডেকে। আগামী রবিবার গ্রানাডার বিরুদ্ধে ঘরের মাঠের লীগ ম্যাচ দিয়ে সেতিয়েনের বার্সা অধ্যায় শুরু হতে যাচ্ছে। আগামী মাসে চ্যাম্পিয়ন্স লীগের শেষ ষোলোতে নেপোলির মোকাবেলা করবে বার্সা। এছাড়া মার্চের শুরুতে রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে মৌসুমের দ্বিতীয় এল ক্লাসিকোতে মুখোমুখি হবে তারা। বার্সিলোনার ফুটবলীয় কৌশলের সঙ্গে বেশ ভালই পরিচিত সেতিয়েন। ৬১ বছর বয়সী সাবেক স্প্যানিশ ফুটবলার আক্রমণাত্মক ফুটবলীয় মানসিকতার জন্য সকলের কাছে পরিচিত। এ্যাটলেটিকো মাদ্রিদ ও রেসিং সান্টানডারের সাবেক এই ফুটবলার রিয়াল বেটিসের হয়ে সফল কোচিং ক্যারিয়ার কাটানোর পর বার্সিলোনার সম্ভাব্য কোচের তালিকায় অনেক আগে থেকেই ছিলেন। ২০১৮ সালে তার অধীনে বেটিস লা লিগায় ষষ্ঠ স্থান লাভ করে ইউরোপা লীগে খেলার যোগ্যতা অর্জন করে। পরের মৌসুমে ক্যাম্প ন্যুতে নাটকীয় ম্যাচে ৪-৩ গোলে জয়ের পরও শেষ পর্যন্ত লীগ টেবিলে আগের অবস্থান ধরে রাখতে পারেনি। নতুন দলের দায়িত্ব পেয়ে সেতিয়েন বলেন, বার্সিলোনা অনেক বড় ক্লাব। আমি জানি তারা কি চায়। আশা করছি আমরা সবাই একসঙ্গে তাদের চাহিদা মেটাতে পারব।
×