ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

সরকার ১০ হাজার কিমি নৌপথ তৈরির পরিকল্পনা হাতে নিয়েছে ॥ নৌ প্রতিমন্ত্রী

প্রকাশিত: ১৩:০৬, ১৩ জানুয়ারি ২০২০

 সরকার ১০ হাজার কিমি নৌপথ তৈরির পরিকল্পনা হাতে নিয়েছে ॥ নৌ প্রতিমন্ত্রী

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ পদ্মা সেতু শুধু সেতু না, বাংলাদেশের মর্যাদার স্তম্ভ। এ মর্যাদা ধরে রাখতে হবে, তাহলে বঙ্গবন্ধুর স্বপ্ন বিনির্মাণ করা হবে। রবিবার বিকেলে লৌহজংয়ের শিমুলিয়া (মাওয়া) ড্রেজার বেজ নির্মাণ কাজের আনুষঙ্গিক স্থাপনাদির উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি এসব কথা বলেন। তিনি আরও বলেন, সরকার দেশে ১০ হাজার কিমি নৌপথ তৈরির পরিকল্পনা হাতে নিয়েছে। মনে রাখতে হবে, পরিবহন মানেই সড়ক নয়। নদী ও রেলপথ দিন দিন সঙ্কুচিত হয়ে যাচ্ছে। আর এসব পথ সঙ্কুচিত হলে জীবনযাত্রাও সঙ্কুচিত হয়ে যাবে। বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমডোর এম মাহবুব উল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ভোলা নাথ দে, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দীপক কুমার রায়, অতিরিক্ত পুলিশ সুপার হেডকোয়ার্টাস মোঃ মোবারক হোসেন, লৌহজং উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ওসমান গণি তালুকদার, লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কাবিরুল ইসলাম, লৌহজং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রশিদ শিকদারসহ বিআইডব্লিউটিএ’র কর্মকর্তা, জনপ্রতিনিধি, স্থানীয় আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। বিআইডব্লিউটিএ’র স্থাপনাগুলোর যথোপযুক্ত ব্যবহার নিশ্চিত করার জন্য শিমুলিয়ায় ড্রেজার বেজ নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়। সে হিসেবে শিমুলিয়াঘাট ড্রেজার বেজের জন্য বিভিন্ন ধরনের স্থাপনা নির্মাণের বিষয়ে এ প্রকল্পে সংস্থান রাখা হয়েছে। শিমুলিয়া নদী বন্দরে সীমিত পরিসরে ড্রেজার বেজের কার্যক্রম চালু করা হয়েছে। অদূর ভবিষ্যতে শিমুলিয়া নদী বন্দরের ড্রেজার বেজের কার্যক্রম ব্যাপকভাবে পরিচালিত হবে। কর্তৃপক্ষের জন্মলগ্ন হতে ড্রেজার বহরে মাত্র সাতটি ড্রেজার সংযুক্ত ছিল। সরকার নদীমাতৃক বাংলাদেশের নদীগুলো সচল রাখার জন্য ক্যাপিট্যাল ড্রেজিং কর্মসূচী গ্রহণ করেছে। সে লক্ষ্যে কর্তৃপক্ষের ড্রেজার বহরে ইতিমধ্যে নতুন করে ২৮ ড্রেজার যুক্ত হয়েছে। এছাড়া ২০টি ড্রেজারসহ সহায়ক যন্ত্রপাতি এবং সরঞ্জমাদি সংগ্রহ প্রকল্পের আওতায় অবশিষ্ট ১০টি ড্রেজার শীঘ্রই কর্তৃপক্ষের ড্রেজার বহরে যুক্ত হবে। প্রকল্পটির আওতায় নতুন সাতটি ড্রেজার বেজ অফিস নির্মাণের কার্যক্রম চলমান আছে। বিআইডব্লিউটিএ’র ড্রেজার বহর পরিচালনার জন্য অধিকসংখ্যক জনবল ও অবকাঠামোর প্রয়োজন হবে। সে আলোকে শিমুলিয়া ড্রেজার বেজে অফিস ভবন নির্মাণ ও অন্যান্য সুযোগ-সুবিধা বৃদ্ধির লক্ষ্যে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ ড্রেজার বেজটি নতুনভাবে ঢেলে সাজানোর পরিকল্পনা গ্রহণ করে। বড় পরিসরে ড্রেজার বহর পরিচালনার জন্য জনবল বৃদ্ধির বিষয়টি ইতিমধ্যে সরকার অনুমোদন দিয়েছে। তারই ধারাবাহিকতায় ২০টি ড্রেজারসহ সহায়ক যন্ত্রপাতি এবং সরঞ্জমাদি সংগ্রহ শীর্ষক প্রকল্পের আওতায় মাঠ পর্যায়ে ড্রেজার বেজ অফিস নির্মাণের জন্য বাংলাদেশ মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স টেকনোলজি কর্তৃক ডিজাইন, ড্রয়িং ও প্রাক্কলন করত কাজটি বাস্তবায়ন করা হচ্ছে।
×