ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ধর্ষিতা ঢাবি শিক্ষার্থী আদালতে জবানবন্দী দিলেন

প্রকাশিত: ১৩:২৩, ১১ জানুয়ারি ২০২০

ধর্ষিতা ঢাবি শিক্ষার্থী আদালতে  জবানবন্দী দিলেন

কোর্ট রিপোর্টার ॥ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রী ধর্ষণ মামলায় আদালতে জবানবন্দী দিয়েছেন। শুক্রবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইয়াসমিন আরা ফৌজদারি কার্যবিধির ২২ ধারায় ভিকটিমের এ জবানবন্দী রেকর্ড করেন। এসময় ভিকটিম একান্তভাবে আদালতের কাছে সেইদিনের ঘটনা সম্পর্কে বর্ণনা দেন। পরে আদালত ভিকটিমকে তার বাবার জিম্মায় দিয়েছেন। রাজধানীর কুর্মিটোলায় ওই ধর্ষণের ঘটনায় ৬ জানুয়ারি ওই ছাত্রীর বাবা বাদী হয়ে রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় মামলাটি করেন। চিকিৎসা নিয়ে ছাত্রীটি বৃহস্পতিবার হাসপাতাল ছেড়ে বাসায় যান। উল্লেখ্য, বুধবার ক্যান্টনমেন্ট থানাধীন শ্যাওড়া বাসস্ট্যান্ডে র‌্যাব আসামি মজনুকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী। এরপর আসামির স্বীকারোক্তি অনুসারে ওই ছাত্রীর ব্যাগ, মোবাইল ও পাওয়ার ব্যাংক এবং আসামির ব্যবহৃত একটি জিন্সের প্যান্ট ও একটি জ্যাকেট উদ্ধার করা হয়। পর দিন বৃহস্পতিবার আসামিকে আদালতে উপস্থাপন করে রিমান্ড চাইলে আদালত তার সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।
×