ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

তথ্যপ্রযুক্তিতে ফের দেশসেরা শাবি

প্রকাশিত: ০৯:৩৮, ১১ জানুয়ারি ২০২০

তথ্যপ্রযুক্তিতে ফের দেশসেরা শাবি

শাবি সংবাদদাতা ॥ তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে কৃতিত্বপূর্ণ অবদান রাখায় আবারও দেশসেরা নির্বাচিত হয়ে ‘শ্রেষ্ঠ ডিজিটালাইজড ক্যাম্পাস’ পুরস্কার পেয়েছে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। শুক্রবার সকালে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ তথ্য জানান উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। তিনি বলেন, গত ৮ জানুয়ারি রাজধানীর বঙ্গবন্ধু কনভেনশন সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে এই সম্মাননা স্মারক তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশ্ববিদ্যালয়ের পক্ষে এ্যাওয়ার্ডটি গ্রহণ করেন কম্পিউটার সায়েন্স এ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ শহীদুর রহমান। ‘ডিজিটাল বাংলাদেশ দিবস-২০১৯’ উপলক্ষে দেশের সব বিশ্ববিদ্যালয়, বিভাগ, জেলা, উপজেলায় জরিপ চালিয়ে ১৫ প্রতিষ্ঠান ও ব্যক্তিকে সম্মাননা জানিয়েছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়। উপাচার্য বলেন, ২০১৯ সালে ছাত্রছাত্রীদের জন্য বাধ্যতামূলক কম্পিউটার কোর্স চালু, মোবাইলে এ্যাপস দিয়ে মুখচ্ছবির মাধ্যমে উপস্থিতি নেয়ার ব্যবস্থা (ফেস রিকগনিশন সিস্টেম) চালু ও সোশ্যাল হিউম্যানওয়েড রোবট ‘লি’ ও রোবট ‘রিবো’ তৈরির জন্য আমরা এবার এ পুরস্কার অর্জন করেছি।
×