ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

অকল্যান্ডের কোয়ার্টার ফাইনালে সেরেনা

প্রকাশিত: ১১:৫২, ১০ জানুয়ারি ২০২০

অকল্যান্ডের কোয়ার্টার ফাইনালে সেরেনা

স্পোর্টস রিপোর্টার ॥ অকল্যান্ড ক্ল্যাসিকে টানা দুই জয় তুলে নিয়েছেন সেরেনা উইলিয়ামস। বৃহস্পতিবার শেষ ষোলো ম্যাচে আমেরিকান তারকা পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ৩-৬, ৬-২ এবং ৬-৩ সেটে পরাজিত করেছেন স্বদেশী ক্রিস্টিনা ম্যাকহেলকে। সেইসঙ্গে মৌসুমের প্রথম টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালেও জায়গা করে নেন বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের সাবেক এই নাম্বার ওয়ান। সেরেনা উইলিয়ামসের মতো অকল্যান্ডে টানা দুই জয়ের স্বাদ পেয়েছেন ক্যারোলিন ওজনিয়াকিও। শেষ ষোলোর ম্যাচে বৃহস্পতিবার ড্যানিশ টেনিস তারকা ৬-১, ৪-৬ এবং ৬-৪ সেটে পরাজিত করেন লরেন ডেভিসকে। নতুন বছরে নিজের প্রথম ম্যাচে তুলনামূলক সহজেই জয়ের দেখা পেয়েছিলেন সেরেনা উইলিয়ামস। সরাসরি সেটে জিতে প্রথমপর্বের বাধা অতিক্রম করেছিলেন তিনি। কিন্তু দ্বিতীয়পর্বেই দেখা গেল দারুণ হাড্ডাহাড্ডি লড়াই। দুই ঘণ্টার কঠিন লড়াইয়ের পরই শেষ আটের টিকেট নিশ্চিত করেন আমেরিকান টেনিসের জীবন্ত কিংবদন্তি। সমর্থকদের হাড্ডাহাড্ডি লড়াই উপহার দেয়ায় দারুণ খুশি সেরেনা। এ প্রসঙ্গে সেরেনা বলেন, ‘আমার জন্য এটা খুব ভাল ম্যাচ। কেননা, আমার প্রকৃত লক্ষ্য অর্জনে এমন ধরনের ম্যাচই খেলতে চাই।’ অকল্যান্ডের খেলার সূচীতেও খুশি সেরেনা। তিনি বলেন, ‘টুর্নামেন্টের সময়টা খুবই গুরুত্বপূর্ণ। এখানকার ম্যাচের সময়টাও বেশ ভাল। তবে প্রথম সেটে হেরেও এখনও টিকে আছি এই টুর্নামেন্টে। সেজন্য আমি খুবই খুশি এবং আনন্দিত।’ বয়সে আটত্রিশকেও ছাড়িয়ে গেছেন সেরেনা উইলিয়ামস। কিন্তু টেনিস কোর্টে এখনও দুর্দান্ত। সুদীর্ঘ ক্যারিয়ারে ২৩টি গ্র্যান্ডস্লাম জয়ের স্বাদ পেয়েছেন সেরেনা উইলিয়ামস। ওপেন যুগে তারচেয়ে আর বেশি গ্র্যান্ডস্লাম জয়ী খেলোয়াড় নেই কেউ। তবে সবমিলিয়ে ২৪ গ্র্যান্ডস্লাম জয়ের রেকর্ডটা এখনও মার্গারেট কোর্টের। সেরেনার সামনে এখন মার্গারেট কোর্টের মাইলফলককে স্পর্শ করার হাতছানি। আর মাত্র একটি মেজর শিরোপা জিতলেই অবিস্মরণীয় এই কীর্তি গড়বেন তিনি। সেরেনা উইলিয়ামস সর্বশেষ কোন গ্র্যান্ডস্লাম জিতেছিলেন ২০১৭ সালে। সেবার অন্তঃসত্ত্বা হয়েও অস্ট্রেলিয়ান ওপেনের চ্যাম্পিয়ন হয়েছিলেন টেনিসের এই কৃষ্ণকলি। এরপর আর কোন বড় শিরোপার দেখা পাননি তিনি। তবে এই সময়ে বেশ কয়েকবার গ্র্যান্ডস্লাম জয়ের খুব কাছাকাছি পৌঁছেছিলেন সেরেনা। কিন্তু তরুণ খেলোয়াড়দের দাপটের কাছে আর পেরে উঠতে পারেননি তিনি। এবার কী পারবেন বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের সাবেক নাম্বার ওয়ান এই তারকা? টেনিসপ্রেমীদের অপেক্ষা এখন সেটাই দেখার। তবে এই মুহূর্তে সেরেনার লক্ষ্য অকল্যান্ড ক্ল্যাসিকে নিজের সেরাটা ঢেলে দেয়া। কোয়ার্টার ফাইনালে আজ তার প্রতিপক্ষ জার্মানির লরা সিগেমুন্ড। শেষ ষোলোর ম্যাচে তিনি হতাশ করেন দুর্দান্ত ফর্মে থাকা কোকো গফকে। জার্মান তারকা এদিন ৫-৭, ৬-২ এবং ৬-৪ সেটে পরাজিত করেন কোকো গফকে। মাত্র ১৫ বছর বয়স কোকো গফের। কিন্তু এই সময়েই বিশ্ব টেনিসের পাদপ্রদীপের আলোয় উঠে এসেছেন তিনি। বিশেষ করে গত মৌসুমে তার পারফর্মেন্স ছিল প্রশংসনীয়। উইম্বলডনে দুর্দান্ত পারফর্মেন্স করে নজর কেড়েছেন গোটা টেনিস দুনিয়ার। তবে নতুন বছরের শুরুটা খুব ভাল করতে পারলেন না কোকো গফ। এদিকে অস্ট্রেলিয়ান ওপেনের শেষেই টেনিস থেকে বিদায় নিবেন ক্যারোলিন ওজনিয়াকি। তার আগে নিজেকে বেশ ভালভাবেই টেনিস কোর্টে মেলে ধরেছেন ড্যানিশ তারকা। টানা দুই ম্যাচ জিতে অকল্যান্ড ক্ল্যাসিকের শেষ আটে টিকেট কেটে দারুণ খুশি সাবেক শীর্ষ তারকা। শেষ ষোলোর ম্যাচে বৃহস্পতিবার তিনি তিন সেটে পরাজিত করেন লরেন ডেভিসকে। প্রতিপক্ষকে হারাতে এদিন ক্যারোলিন ওজনিয়াকি সময় নেন দুই ঘণ্টা ১৯ মিনিট। এই নিয়ে সপ্তমবারের মতো অকল্যান্ড ক্ল্যাসিকে খেলছেন ওজনিয়াকি।
×