ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

শেষ সময়ে প্রচারে ব্যস্ত নৌকা-ধানের শীষের প্রার্থীরা

প্রকাশিত: ১১:২১, ১০ জানুয়ারি ২০২০

শেষ সময়ে প্রচারে ব্যস্ত নৌকা-ধানের শীষের প্রার্থীরা

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রাম-৮ (চান্দগাঁও-বোয়ালখালী) আসনের উপনির্বাচনের বাকি আর মাত্র দুদিন। এখন চলছে শেষ সময়ের প্রচার। প্রার্থী ও কর্মীদের সময় কাটছে ভোটারদের মন জয়ের চেষ্টায়। নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বিতায় নৌকা প্রতীকের প্রার্থী আওয়ামী লীগের মোছলেম উদ্দিন আহমদ এবং ধানের শীষের প্রার্থী বিএনপির আবু সুফিয়ান। তারা ভোটারদের উন্নয়নের নানা প্রতিশ্রুতি দিচ্ছেন। আওয়ামী লীগ প্রার্থী মোছলেম উদ্দিন আহমদ বৃহস্পতিবার গণসংযোগ ও প্রচার চালান মহানগরীর চান্দগাঁও এলাকায়। এ সময় তিনি বলেন, উন্নয়ন বঞ্চিত এলাকা চট্টগ্রামের চান্দগাঁও ও বোয়ালখালী। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর আস্থা রেখে এ নির্বাচনী এলাকার মানুষ ঐক্যবদ্ধ হয়েছে, নৌকার পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। ভোটারদের উদ্দেশে তিনি বলেন, নৌকায় ভোট দিন, চান্দগাঁও-বোয়ালখালী আসন হবে পুরো চট্টগ্রামের জন্য মডেল। বিএনপি প্রার্থী আবু সুফিয়ানের পক্ষে গণসংযোগ চলে নগরীর ষোলশহর ওয়ার্ড এলাকায়। এ সময় চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ডাঃ শাহাদাত হোসেন বলেন, নির্বাচন সুষ্ঠু হলে ধানের শীষের প্রার্থী বিপুল ভোটে জয়লাভ করবেন। প্রতিটি গণসংযোগ গণমিছিলে পরিণত হয়েছে। আগামী ১৩ জানুয়ারি উপনির্বাচনে সাধারণ জনগণ তাদের মূল্যবান ভোট দিয়ে ধানের শীষকে বিজয়ী করবে।
×