ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নেত্রকোনায় গৃহবধূকে গলা কেটে হত্যা ॥ শ^শুর শাশুড়ি আটক

প্রকাশিত: ০৮:৪৪, ১০ জানুয়ারি ২০২০

নেত্রকোনায় গৃহবধূকে গলা কেটে হত্যা ॥ শ^শুর শাশুড়ি আটক

নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা ও মোহনগঞ্জ, ৯ জানুয়ারি ॥ বারহাট্টা উপজেলার সিংধা ইউনিয়নের চরসিংধা গ্রামের এক অন্তঃসত্ত্বা গৃহবধূকে গলা কেটে হত্যা করা হয়েছে। নিহত গৃহবধূর নাম তমালিকা আক্তার (১৯)। তিনি ওই গ্রামের রাসেল মিয়ার স্ত্রী। তমালিকা সাত মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। বৃহস্পতিবার ভোরে পুলিশ রাসেল মিয়ার বসতঘরের বারান্দা থেকে তার লাশ উদ্ধার করে। এ ঘটনায় পুলিশ তমালিকার শ^শুর আব্দুল হাসিম এবং শাশুড়ি মাজেদা বেগমকে আটক করেছে। জানা গেছে, সিংধা ইউনিয়নের ভাটিপাড়া গ্রামের রইছ মিয়ার মেয়ে তমালিকা আক্তারের সঙ্গে এক বছর আগে একই এলাকার চরসিংধা গ্রামের রাসেল মিয়ার (৩০) বিয়ে হয়। রাসেল ময়মনসিংহের ভালুকার মাস্টারবাড়ি এলাকার একটি সোয়েটার ফ্যাক্টরিতে কাজ করে। এর আগে সে গাজীপুরের এক নারীকে বিয়ে করেছিল। ওই নারীর সঙ্গে বিয়ে বিচ্ছেদের পর সে তমালিকাকে বিয়ে করে। তমালিকার বাবা রইছ মিয়া জানান, তমালিকাকে বিয়ের কিছুদিন পর পূর্বের স্ত্রীর সঙ্গে তার সম্পর্কের উন্নতি হয়। এ নিয়ে তমালিকার সঙ্গে রাসেলের বিরোধ চলে আসছিল। তমালিকাকে সে প্রায়ই নির্যাতন করত। বুধবার রাতে চিৎকার ও কান্নাকাটি শুনে রাসেলের বাড়িতে গিয়ে গ্রামবাসী ঘরের বারান্দায় তমালিকার জবাই করা লাশ দেখতে পায়। পরে পুলিশে খবর দেয়া হলে ভোর পাঁচটার দিকে তারা লাশটি উদ্ধার করে। বৃহস্পতিবার লাশটি ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়। রইছ মিয়ার অভিযোগ, রাসেল মিয়া এবং তার পরিবারের লোকজন পরিকল্পিতভাবে তমালিকাকে হত্যা করেছে। বৃহস্পতিবার দুপুরে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) শাহজাহান মিয়া ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছেÑ পারিবারিক বিরোধের জের ধরেই এ হত্যাকা- ঘটেছে। বগুড়া স্টাফ রিপোর্টার বগুড়া অফিস থেকে জানান, নিখোঁজ হওয়ার ২ দিন পর বৃহস্পতিবার বিকেলে শেরপুর উপজেলায় নদী থেকে শহিদুল ইসলাম (৩২) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার হয়েছে। তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয় বলে পুলিশের ধারণা। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ নিহত শহিদুলের স্ত্রী সালমা বেগমকে (২৮) আটক করেছে। পুলিশ জানায়, উপজেলার সুঘাট ইউনিয়নের সূত্রাপুর আখিড়াপাড়া গ্রামের শহিদুল ২ দিন দিন আগে বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ ছিল। স্থানীয় সূত্র জানায়, তার স্ত্রী তাকে পানি আনতে কৌশলে নদীতে পাঠিয়েছিল।
×