ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

যুক্তরাষ্ট্রের প্রশিক্ষণ কর্মসূচীতে ৬ শতাধিক পুলিশ

প্রকাশিত: ১২:২৯, ৯ জানুয়ারি ২০২০

যুক্তরাষ্ট্রের প্রশিক্ষণ কর্মসূচীতে ৬ শতাধিক পুলিশ

জনকণ্ঠ ডেস্ক ॥ ২০১৪ সাল থেকে দেশব্যাপী ৬ শতাধিক পুলিশ যুক্তরাষ্ট্রের জরুরী সেবাদাতা প্রশিক্ষণ কর্মসূচীতে অংশ নিয়েছেন। চিকিৎসা বিষয়ক জরুরী সেবাদাতাদের সক্ষমতা বৃদ্ধির জন্য স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে যুক্তরাষ্ট্র এই প্রশিক্ষণ সহযোগিতার উদ্যোগ নেয়। বুধবার ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। খবর বাংলানিউজের। এতে উল্লেখ করা হয়, যুক্তরাষ্ট্র দূতাবাস ৫-৮ জানুয়ারি ২০২০ সালের প্রথম জরুরী চিকিৎসা সেবাদাতা সেমিনার (এমএফআরএস) পরিচালনা করে। মহানগর পুলিশ, শিল্প পুলিশ, আর্মড পুলিশ ব্যাটালিয়ন, হাইওয়ে পুলিশ, অপরাধ তদন্ত বিভাগের ২৮ কর্মকর্তা এবং বাংলাদেশের বিভিন্ন পুলিশ একাডেমির প্রশিক্ষকরা চারদিনের এই সেমিনারে অংশ নেন। সেমিনারে অংশগ্রহণকারীরা হাতে কলমে অনুশীলনে অংশ নেন। তাদের প্রত্যেককে বাংলাদেশ থেকে সংগৃহীত উপকরণ সম্বলিত একটি জরুরী প্রাথমিক চিকিৎসার কিট দেয়া হয়। জরুরী ও সঙ্কটের পরিস্থিতিতে ব্যবস্থা নেয়ার জন্য সরকারী সংস্থাগুলোর জরুরী সেবাদাতাদের সক্ষমতা জোরদার করার পাশাপাশি এ সেমিনারগুলো বাংলাদেশের জাতীয় নিরাপত্তা বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতিকে তুলে ধরে। এছাড়া সেমিনারটি যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের মধ্যকার গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা সম্পর্ককেও প্রতিফলিত করে।
×