ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

যুক্তরাষ্ট্রে ৬০ ইরানীকে আটক

প্রকাশিত: ১৩:৪৩, ৭ জানুয়ারি ২০২০

যুক্তরাষ্ট্রে ৬০ ইরানীকে আটক

জনকণ্ঠ ডেস্ক ॥ ইরানী বংশোদ্ভূত মার্কিনীসহ অন্তত ৬০ ইরানীকে আটক করেছে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্য কর্তৃপক্ষ। কানাডা থেকে যুক্তরাষ্ট্র ফেরার পথে তাদের আটক করা হয়। শুক্রবার মার্কিন হামলায় ইরানের শীর্ষ জেনারেল কাশেম সোলাইমানি নিহত হওয়ার পর দুই পক্ষের হুমকি ও পাল্টা হুমকির মধ্যে এই আটকের ঘটনা ঘটল। খবর নিউইয়র্ক টাইমসের। মার্কিন সংবাদমাধ্যম পলিটিকোর প্রতিবেদনে বলা হয়, কানাডা সীমান্ত লাগোয়া ওয়াশিংটনের ব্লেইন এলাকার পিচ আর্চ সীমান্ত দিয়ে নিজ নিজ কাজ শেষে এসব ইরানী যুক্তরাষ্ট্রে ফিরছিলেন। সেখানে তাদের আটক করে যুক্তরাষ্ট্রের কাস্টমস ও সীমান্ত নিয়ন্ত্রণ বাহিনী সিবিপি। কাউন্সিল অব আমেরিকান-ইসলামিক রিলেশন্স (কেয়ার) নামক এক সংস্থার বরাতে দিয়ে মিডল ইস্ট আই জানায়, ইরানী পপ কনসার্ট উপভোগ করতে কানাডার ভাঙ্কুবারে গিয়েছিলেন ওই মার্কিন নাগরিকরা। কনসার্ট শেষে ফেরার পথে তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, ইরানী নাগরিক কিংবা ইরানী বংশোদ্ভূত অন্তত ৬০ জনকে সীমান্ত এলাকায় আটক করার পর তাদের ১১ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয়। স্থানীয় সময় শনিবার এসব আটককৃতদের রাজনৈতিক মতামত এবং আনুগত্য সম্পর্কে জানতে চাওয়া হয়।
×