ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

শারজায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী নিহত

প্রকাশিত: ১৩:১৩, ৭ জানুয়ারি ২০২০

শারজায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী নিহত

জনকণ্ঠ ডেস্ক ॥ সংযুক্ত আরব আমিরাতের শারজায় সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশী নিহত হয়েছেন। তার নাম কাজী মোহাম্মদ নুরুজ্জামান লিটন (৩৬)। বাড়ি চট্টগ্রামের হাটহাজারী থানার ফরহাদাবাদ ইউনিয়নে। পিতা আবুল বশর। খবর বিডিনিউজের। নিহতের চাচাত ভাই কাজী এনাম জানান, শনিবার সকালে শারজার বিএমডব্লিউ ইউনিয়ন মলের কাছে গাড়ি পার্ক করে রাস্তা পারাপারের সময় বিপরীত দিক থেকে আসা একটি পিক-আপের ধাক্কায় আহত হন লিটন। পরে তাকে শারজার আল কাসেমি হাসপাতালে নেয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় স্থানীয় সময় রবিবার বিকেলে তিনি মারা যান। লিটনের বন্ধু এস জি মহিনউদ্দীন ময়ুর জানান, ঘটনার দিন লিটন দীর্ঘ সময় ঘরে না ফেরায় খোঁজাখুঁজির এক পর্যায়ে আল কাসেমি হাসপাতালে চিকিৎসারত অবস্থায় তার সন্ধান পান আত্মীয়রা। লিটনের বড় ভাই কামরুজ্জামান মিন্টুসহ আত্মীয়রা পেশায় ঠিকাদার। বাংলাদেশে লিটনের ৪ বছরের এক ছেলে, দেড় বছরের এক মেয়ে ও স্ত্রী আছেন। প্রবাসীরা জানান, পুলিশ দুর্ঘটনার জন্য দায়ী গাড়ি ও তার পাকিস্তানী চালককে আটক করেছে। বর্তমানে লিটনের লাশ আল কাসেমি হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে এবং প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে দেশে পাঠানো হবে।
×