ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

এ্যান্ডারসন-স্টোকসের কীর্তির পর এগিয়ে ইংল্যান্ড

প্রকাশিত: ১০:২৫, ৬ জানুয়ারি ২০২০

 এ্যান্ডারসন-স্টোকসের কীর্তির পর এগিয়ে ইংল্যান্ড

স্পোর্টস রিপোর্টার ॥ টেস্টে প্রথম ইনিংসের মূল্য যে কত বেশি সেঞ্চুরিয়নে হারের পর সেটিই বলছিলেন জো রুট। কেপটাউনে এবার ২৬৯ রানের পুঁজি নিয়েও ইংলিশ অধিনায়ককে স্বস্তি এনে দিয়েছেন জেমস এ্যান্ডারসন। প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকাকে ২২৩ রানে গুটিয়ে দিয়েছে সফরকারীরা। গ্রেট ইয়ান বোথামকে টপকে ইংল্যান্ড ইতিহাসে সবচেয়ে বেশি ২৮বার ইনিংসে ৫ উইকেট নেয়ার রেকর্ড গড়েছেন এ্যান্ডারসন। উইকেটকিপার না হয়েও ইনিংসে সবচেয়ে বেশি ৫ ক্যাচ নেয়ার আরও একটি ইংলিশ রেকর্ড গড়েছেন বেন স্টোকস। রবিবার তৃতীয়দিন চা-বিরতির পর এ রিপোর্ট লেখার সময় ২ উইকেট হারিয়ে দ্বিতীয় ইনংসে ইংল্যান্ডের সংগ্রহ ছিল ১৫৭। সবমিলিয়ে লিড ২০৩ রান। ব্যক্তিগত ৬৯ রান নিয়ে ক্রিজে ছিলেন ডম সিবলি। অধিনায়ক রুট ২২*। প্রথম টেস্টে ১০৭ রানের জয়ে চার ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। রবিবার তৃতীয়দিনের প্রথম বলটি করতে আসেন এ্যান্ডারসন। ব্যাটসম্যান কাগিসো রাবাদা কিছু বুঝে ওঠার আগেই ব্যাটের কানায় লাগিয়ে উইকেটের পেছনে উইকেটরক্ষক জস বাটলারের হাতে বল জমা পড়ে। কিছুক্ষণ পরই দক্ষিণ আফ্রিকার শেষ উইকেট হিসেবে এ্যানরিখ নর্টজেকে স্টোকসের হাতে ক্যাচ বানিয়ে ফিরিয়ে দেন এ্যান্ডারসন এবং সে সঙ্গে বহু আকাক্সিক্ষত রেকর্ডটিও গড়ে ফেললেন তিনি। ১৯ ওভার বল করে ৬ মেডেনসহ মাত্র ৪০ রান দিয়ে এ্যান্ডারসন দখল করেন ৫ উইকেট। ইংলিশ কিংবদন্তি স্যার ইয়ান বোথামকে পেছনে ফেলে সবচেয়ে বেশিবার ৫টি কিংবা তার বেশি উইকেট নেয়ার কৃতিত্ব দেখালেন তিনি। বোথাম মোট ২৭বার এক ইনিংসে ৫ বা ততধিক উইকেট নেয়ার কৃতিত্ব দেখিয়েছিলেন। ৩৭ বছর বয়সী এই এ্যান্ডারসন ২৮বার ৫টি করে উইকেট নিয়ে গড়েন নতুন ইংলিশ রেকর্ড। সর্বোপরি পেসারদের মধ্যে এ্যান্ডারসনের ওপর রয়েছেন কেবল অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাকগ্রা (২৯বার) এবং নিউজিল্যান্ডের স্যার রিচার্ড হ্যাডলি (৩৬ বার)। সর্বোচ্চ ৬৭বার ইনিংসে ৫ উইকেট নিয়ে যে তালিকায় সবার ওপরে সাবেক লঙ্কান কিংবদন্তি স্পিনার মুত্তিয়া মুরলিধরন। একইদিনে রেকর্ড গড়েছেন স্টোকসও। ইংল্যান্ডের হয়ে প্রথম কোন নন-উইকেটকিপার ফিল্ডার হিসেবে এক ইনিংসে এতগুলো ক্যাচ ধরার রেকর্ড গড়েন তিনি। এ পর্যন্ত ১০১৯টি টেস্ট খেলা ইংল্যান্ড দলের হয়ে এক ইনিংসে চারটি ক্যাচ ধরার রেকর্ড রয়েছে ২৩টি। স্টোকস ছাড়া সর্বোপরি টেস্টের ইতিহাসে অতীতে বিশ্বব্যাপী সর্বমোট ১১বার এমন সফলতা অর্জন করেছে ক্রিকেটাররা। সর্বশেষ ২০১৭-১৮ মৌসুমে অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক তথা বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান স্টিভ স্মিথ এই নিউল্যান্ডসেই ৫ ক্যাচের রেকর্ড বইয়ে নাম লিখিয়েছিলেন।
×