ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সিডনি টেস্টে চালকের আসনে অস্ট্রেলিয়া

প্রকাশিত: ১০:২৪, ৬ জানুয়ারি ২০২০

 সিডনি টেস্টে চালকের আসনে অস্ট্রেলিয়া

স্পোর্টস রিপোর্টার ॥ অবিশ্বাস্য ফর্মে থাকা মার্নাস লাবুশেনের ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরির পর স্পিনার নাথান লেয়নের ঘূর্ণিবলের দাপটে সিডনি টেস্টে চালকের আসনে অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে ৪৫৪ রানের বড় সংগ্রহের পর প্রতিপক্ষ নিউজিল্যান্ডকে ২৫১ রানে গুটিয়ে দেয় স্বাগতিকরা। এরপর কোন উইকেট না হারিয়ে ৪০ রানে রবিবার তৃতীয়দিন শেষ করে টিম পেইনের দল। সবমিলিয়ে ১০ উইকেট হাতে রেখে তাদের লিড ২৪৩। টানা দুই জয়ে আগেই সিরিজ নিশ্চিত করা অসিরা শেষ টেস্টেও এখন চালকের আসনে। প্রথম ইনিংসে ২১৫ রানের দুর্দান্ত এক ইনিংস উপহার দেন লাবুশেন। স্টিভেন স্মিথ করেন ৬৩ রান। এরপর কিউইদের আড়াই শ’তে থামিয়ে রাখেন লেয়ন-কামিন্স। ক্যারিয়ারে ১৭তম বারের মতো ইনিংসে ৫ উইকেট তুলে নেন অভিজ্ঞ এই অফস্পিনার। ৯৬ টেস্টে তার শিকার সংখ্যা এখন ৩৮৫। ৩ উইকেট নিয়েছেন পেসার প্যাট কামিন্স। বিনা উইকেটে ৬৩ রান নিয়ে দিন শুরু করা নিউজিল্যান্ড শুরুতেই হারায় টম ব্লান্ডেলকে। লেয়নের বলে বোল্ড হওয়া ওপেনার কোন রান যোগ করতে পারেননি আগের দিনের ৩৪ রানের সঙ্গে। দ্বিতীয় জুটিতে টম লাথাম ও জিত রাভালের ব্যাটে এগোচ্ছিল সফরকারী কিউইরা। তবে ৪৯ রানের জুটির পর দু’জনকে পরপর দুই ওভারে ফেরায় অস্ট্রেলিয়া। ৩১ রানে রাভালকে এলবিডব্লিউ’র ফাঁদে ফেলেন লেয়ন। হাফ সেঞ্চুরির ১ রান আগে লাথামের প্রতিরোধ ভাঙ্গেন কামিন্স। দলের বিপদে ত্রাতা হতে পারেননি রস টেইলরও। আগ্রাসী শুরুর পর অভিজ্ঞ ব্যাটসম্যান ফিরে যান ২০ বলে ২২ করে। দলের আরেক নির্ভরতা বিজে ওয়াটলিংও ব্যর্থ এদিন। পরিস্থিতি তাদের হতে পারত আরও খারাপ। গ্লেন ফিলিপস ফিরতে পারতেন দ্রুতই। তিনবার বেঁচে যাওয়ার পর অভিষিক্ত ব্যাটসম্যান পেয়েছেন হাফ সেঞ্চুরির দেখা। তবে এরপর আর বেশি এগোতে পারেননি। ৬ চার ও এক ছক্কায় ৫২ রান করা ফিলিপসকে থামান কামিন্স। লোয়ার অর্ডার থেকে আসেনি বেশি রান। নিউজিল্যান্ড শেষ ৪ উইকেট হারায় ১৬ রানে। এর তিনটিই নেন লেয়ন। ৬৮ রানে ৫ উইকেট নিয়ে এই অফস্পিনারই অস্ট্রেলিয়ার সেরা বোলার। টেস্টে সপ্তদশবার পেলেন তিনি ৫ উইকেট। তবে নিউজিল্যান্ডের বিপক্ষে ১০ টেস্টে এটিই প্রথম। তাতে একটি চক্র পূরণও হলো তার। যে ৮ দলের বিপক্ষে খেলেছেন, ৫ উইকেটের স্বাদ পেলেন সবার বিপক্ষেই। শেষ বিকেলে ঘণ্টাখানেক ব্যাট করে ডেভিড ওয়ার্নার ও জো বার্নস নিশ্চিত করে দেন, সফরকারীদের দিনটি শেষ হচ্ছে হতাশায়। যেন একই চিত্রনাট্য ধরে এগোচ্ছে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড সিরিজ। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানদের দাপট, জবাব দিতে নেমে কিউইদের ব্যাটিং ব্যর্থতা। আগের দুই ম্যাচের মতো এবারও অস্ট্রেলিয়া পেল বড় লিড। স্কোর ॥ অস্ট্রেলিয়া প্রথম ইনিংস- ৪৫৪/১০ (১৫০.১ ওভার; লাবুশেন ২১৫, স্মিথ ৬৩, ওয়েড ২২, হেড ১০, পেইন ৩৫, প্যাটিনসন ২, কামিন্স ৮, স্টার্ক ২২, লেয়ন ৬*; হেনরি ১/৯৪, ডি গ্র্যান্ডহোম ৩/৭৮, ওয়েগনার ৩/৬৬, সমারভিল ১/৯৯, এ্যাস্টল ২/১১১) ও দ্বিতীয় ইনিংস- ৪০/০ (১৬ ওভার; ওয়ার্নার ২৩*, বার্নস ১৬*)। নিউজিল্যান্ড প্রথম ইনিংস- ২৫১/১০ (৯৫.৪ ওভার; লাথাম ৪৯, ব্লান্ডেল ৩৪, রাভাল ৩১, টেইলর ২২, ফিলিপস ৫২, ওয়াটলিং ৯, ডি গ্র্যান্ডহোম ২০, এ্যাস্টল ২৫*, হেনরি ৩*; স্টার্ক ১/৫৭, কামিন্স ৩/৪৪, লেয়ন ৫/৬৮)। ** তৃতীয়দিন শেষে
×