ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

বান্দরবানে অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি

প্রকাশিত: ০৯:২৮, ৬ জানুয়ারি ২০২০

 বান্দরবানে অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি

নিজস্ব সংবাদদাতা, বান্দরবান, ৫ জানুয়ারি ॥ দীর্ঘদিন ধরে বান্দরবানে সশস্ত্র সন্ত্রাসীদের তৎপরতা বেড়ে যাওয়া, জনপ্রতিনিধিদের হত্যা, হত্যার হুমকি ও ব্যাপক চাঁদাবাজি চলে আসায় জেলায় অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ ও জেলা আওয়ামী লীগ এর আয়োজনে পার্বত্য জেলা পরিষদের হলরুমে এই সংবাদ সম্মেলনে অনুষ্ঠিত হয়। এ সময় জেলা আওয়ামী লীগের সভাপতি ও পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা অভিযোগ করে বলেন, অস্ত্রধারী সন্ত্রাসীদের অপতৎপরতা বেড়ে গেছে। সন্ত্রাসীদের ভয়ে এলাকার মানুষ এখন চরম আতঙ্কে রয়েছে। এ সময় তিনি আরও বলেন, সরকারী উন্নয়ন কাজ ও সাধারণ মানুষের জীবনযাত্রায় প্রভাব বিস্তার করছে এই অস্ত্রধারী সন্ত্রাসীরা। সংবাদ সম্মেলনে বান্দরবান জেলা আওয়ামী লীগের সভাপতি বান্দরবানের সশস্ত্র সন্ত্রাসীদের বিরুদ্ধে জোরালো অভিযান পরিচালনা করা ও পাহাড়ে লুকিয়ে রাখা অবৈধ অস্ত্র উদ্ধারের জন্য সরকারের কাছে জোর দাবি জানান। উপস্থিত ছিলেন, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান রাজু মং মারমা, পৌর কাউন্সিলর অজিত কান্তি দাশ, সদর ইউপি চেয়ারম্যান সাবু খয় মার্মা, রাজবিলা ইউপি চেয়ারম্যান ক্য অং প্রু মারমা, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি পাইহ্লা অং মার্মা প্রমুখ।
×