ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

৪০তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরু

প্রকাশিত: ১১:০০, ৫ জানুয়ারি ২০২০

৪০তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরু

স্টাফ রিপোর্টার ॥ ৪০তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরু হয়েছে। শনিবার প্রথম দিনে সাধারণ ও পেশাগত উভয় ক্যাডারের জন্য ইংরেজী বিষয়ের পরীক্ষায় অংশ নিয়েছেন চাকরি প্রার্থীরা। এদিকে ৪১তম বিসিএসে আবেদনের সময় শেষ হয়েছে। প্রায় পৌনে পাঁচ লাখ প্রার্থী আবেদন করেছেন। পিএসসির চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক রাতে জনকণ্ঠকে বলেছেন, ৪০তম বিসিএসের লিখিত পরীক্ষার প্রথম দিন শনিবার রেকর্ড সংখ্যক ৮৯ শতাংশেরও বেশি প্রার্থী অংশ নিয়েছে। এটা অত্যন্ত ভাল একটি দিক। কর্মকর্তারা জানিয়েছেন, প্রথমদিনেরর পরীক্ষা সুষ্ঠু ও স্বাভাবিকভাবে সম্পন্ন হয়েছে। পরীক্ষা বা প্রশ্নপত্র নিয়ে পরীক্ষার্থীদের কোন আপত্তিও ছিল না। বাকি পরীক্ষাগুলো এভাবেই নেয়া হবে। ৪০তম বিসিএসের লিখিত পরীক্ষায় ২০ হাজার ২২৭ চাকরি প্রার্থী অংশগ্রহণ করছেন। এ পরীক্ষা চলবে ৮ জানুয়ারি পর্যন্ত। এ বছর ৪০তম বিসিএসে আবেদন করে চার লাখ ১২ হাজার ৫৩২ প্রার্থী। পিএসসিতে বিপুলসংখ্যক পরীক্ষার্থীর আবেদনের রেকর্ড ছিল এটি। গত বছরের ১১ সেপ্টেম্বর ৪০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। এই বিসিএসে মোট এক হাজার ৯০৩ জন ক্যাডার নিয়োগ দেয়া হবে। তবে এই সংখ্যা আরও বাড়তে পারে। ক্যাডার অনুসারে প্রশাসনে ২০০, পুলিশে ৭২, পররাষ্ট্রে ২৫, করে ২৪, শুল্ক আবগারিতে ৩২ ও শিক্ষা ক্যাডারে প্রায় ৮০০ জন নিয়োগ দেয়ার কথা রয়েছে। গত ২৫ জুলাই ৪০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা হয়। গত ৩ মে সারাদেশে একযোগে ৪০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় চার লাখ ১২ হাজার ৫৩২ চাকরিপ্রার্থী অংশ নিয়েছিলেন। এদিকে ৪০তম বিসিএসের আবেদনের রেকর্ডকে ছাড়িয়ে যেতে পারে ৪১তম বিসিএসের আবেদনের সংখ্যা। জানা গেছে, শনিবার প্রিলিমিনারির জন্য আবেদনের শেষ দিন পর্যন্ত ফি জমাসহ সব প্রক্রিয়া শেষ করেছে তিন লাখ ৭৫ হাজার ৫৫১ চাকরি প্রার্থী। এছাড়া আরও এক লাখ ৪৪৬ প্রার্থী আবেদন করলেও শনিবার পর্যন্ত ফি জমাসহ অন্যান্য প্রক্রিয়া শেষ করতে পারেনি। যাদের অন্তত ৭২ ঘণ্টা পর্যন্ত আনুষঙ্গিক কাজ করার সুযোগ আছে। কর্মকর্তারা বলছেন, আগের অভিজ্ঞতার বলা যায় যারা নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন করেছেন তাদের বেশিরভাগই ফি জমাসহ অন্যান্য কাজ শেষ করবেন।
×