ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

ইংলিশদের নড়বড়ে শুরু

প্রকাশিত: ১২:১৩, ৪ জানুয়ারি ২০২০

ইংলিশদের নড়বড়ে শুরু

স্পোর্টস রিপোর্টার ॥ সেঞ্চুরিয়নে প্রথম টেস্টের চতুর্থ দিনে ১০৭ রানের বড় ব্যবধানে হারে ইংল্যান্ড। কেপটাউনে শুক্রবার শুরু হওয়া চার ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও সফরকারীদের শুরুটা ভাল হয়নি। দলীয় ৮ রানের মাথায় ভারনন ফিল্যান্ডারের শিকারে পরিণত হন জ্যাক ক্রাউলি। ক্যারিয়ারের দ্বিতীয় ম্যাচ খেলতে নামা ওপেনার মাত্র ২ রান করে আউট হন। ভাল কিছুর ইঙ্গিত দিয়েও ইনিংস বড় করতে পারেননি ডম সিবলি (৩৪), জো ডেনলি (৩৮) ও অধিনায়ক জো রুট (৩৫)। তাদের সাজঘরে ফেরান কাগিসো রাবাদা, কেশভ মহারাজ ও এনরিখ নর্টস। এরপর অবশ্য প্রতিরোধ গড়েন বেন স্টোকস ও অলি পোপ। চা-বিরতির পর এ রিপোর্ট লেখার সময় বড় ভরসা স্টোকস ৩১ ও পোপ ১৯ রান নিয়ে ক্রিজে ছিলেন। ৪ উইকেটে ইংলিশদের রান তখন ১৬৬। প্রথম টেস্টের পরই ভাইরাস জ্বরের কবলে পড়ে ইংলিশ শিবির। একে একে এগারো জন খেলোয়াড় হয়ে পড়েন অসুস্থ। ফলে দ্বিতীয় টেস্টের আগে মাত্র একদিন পুরো দল নিয়ে অনুশীলন করতে পারে সফরকারীরা। সেটিও খুব বেশি সিরিয়াস ছিল না। অনুশীলন নিয়ে দলের খেলোয়াড়দের স্বাধীনতা দিয়েছিল ইংল্যান্ড টিম ম্যানেজমেন্ট।
×