ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সিটি নির্বাচন প্রহসন ছাড়া কিছু নয় ॥ মওদুদ

প্রকাশিত: ১১:২৮, ৪ জানুয়ারি ২০২০

সিটি নির্বাচন প্রহসন ছাড়া কিছু নয় ॥ মওদুদ

স্টাফ রিপোর্টার ॥ সিটি কর্পোরেশন নির্বাচন প্রহসন ছাড়া আর কিছু নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে তাঁতিদল আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, রাজনৈতিক সরকারের অধীনে যে নির্বাচন সুষ্ঠু হতে পারে না সেটাই আবার প্রমাণিত হবে। মওদুদ বলেন, সিটি নির্বাচনকে কেন্দ্র করে গ্রেফতার চলছে, বৃহস্পতিবার আমাদের একজন কাউন্সিলর প্রার্থীকে গ্রেফতার করা হয়েছে। ঢাকার দুই সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে একদিকে গ্রেফতার আতঙ্ক চলছে, অন্যদিকে নির্বাচনের প্রচার চলছে। নির্বাচন উপলক্ষে হইচই হবে, মিছিল হবে, নির্বাচনের দু’দিন আগে সব ঠা-া হয়ে যাবে। ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনকে লোক দেখানো নির্বাচন বলে মন্তব্য করে মওদুদ বলেন, এই নির্বাচন গণতন্ত্রের প্রহসন ছাড়া কিছু নয়। তবুও এই নির্বাচনে আমরা অংশগ্রহণ করছি কারণ, আমরা জনগণের একটি রাজনৈতিক দল। আমরা মনে করি, যদি দেশের মানুষ ভোট দিতে পারে এই নির্বাচনে ধানের শীষের প্রার্থীরা বিপুল ভোটে আওয়ামী লীগ প্রার্থীদের পরাজিত করবে। কিন্তু আওয়ামী লীগ সেটা করতে দেবে না, এটা আমরা জানি। দেশে যে গণতন্ত্রের মৃত্যু হয়েছে সেটা এ সরকার আবারও প্রমাণ করবে সিটি নির্বাচনের মাধ্যমে। ব্যারিস্টার মওদুদ বলেন, আন্দোলন ছাড়া কারাবন্দী বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তি অথবা গণতন্ত্র পুনরুদ্ধার কোনটাই সম্ভব নয়। অনেকেই মনে করেন একটু নরম হয়ে গেলে কিছু একটা হয়ে যেতে পারে। কিন্তু বারবার আমরা দেখতে পাচ্ছি সেটি সম্ভব নয়। এই সরকারের হাত-পা বাঁধা, তারা পারবে না কোনকিছু করতে। আমাদের জন্য একটাই পথ সেটি হচ্ছে আন্দোলন। মওদুদ বলেন, ভারত সরকারের নাগরিক অধিকার আইনে সবচেয়ে বড় ভিকটিম হবে বাংলাদেশের মুসলমানরা। যারা বহু বছর আগে ভারতে চলে গেছেন, ভারতের নাগরিক হয়েছেন, ভোটার হয়েছেন, ভোট দিয়েছেন, আজকে তাদেরকে অনুপ্রবেশকারী হিসেবে আমাদের দেশে ফেরত পাঠিয়ে দিচ্ছে ভারত। আর আমাদের সরকার এত নতজানু হয়েছে যে, তারা সেটা গ্রহণ করে নিচ্ছে। প্রতিবাদ করা তো দূরের কথা, তারা কিছুই বলছে না। মওদুদ বলেন, দেশে রাজনৈতিক সঙ্কট অনেক আগে থেকেই ছিল। কিন্তু ২০১৯ সালে এসে সেই সঙ্কট আরও ঘনীভূত হয়েছে। এ সরকার দেশ পরিচালনায় ব্যর্থতার পরিচয় দিয়েছে। এ সরকারের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে। আমি মনে করি আমরা ব্যর্থ হতে পারি, এদেশের জনগণ ব্যর্থ হবে না। আয়োজক সংগঠনের আহ্বায়ক আবুল কালাম আজাদের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আব্দুস সালাম, বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ প্রমুখ। খালেদার সঙ্গে সাক্ষাতের অনুমতি পাচ্ছেন না পরিবারের সদস্যরা- রিজভী : কারাবন্দী বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার সঙ্গে তার পরিবারের সদস্যরা সাক্ষাতের অনুমতি পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ১৯ দিন হয়ে গেলেও খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাতের অনুমতি পাচ্ছেন না পরিবারের সদস্যরা। শুক্রবার বিকেলে নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। রিজভী বলেন, কারাকর্তৃপক্ষের কাছে লিখিতভাবে অনুরোধ করার পরও খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাতের অনুমতি দেয়া হয়নি। সরকারের নেক নজরে থাকার জন্য কারাকর্তৃপক্ষ খালেদা জিয়ার আত্মীয়স্বজনদের দেখা করতে দিচ্ছেন না। সরকার আইন, আদালত ও বিচারাঙ্গনকে নিজেদের কব্জায় নিয়ে খালেদা জিয়ার ন্যায়বিচার পাবার অধিকার হরণ করে নানা কায়দায় নির্যাতনের বিভিষিকা অব্যাহত রেখেছে। রিজভী বলেন, সাধারণ বন্দীদের ৭ দিন পরপর সাক্ষাতের সুযোগ রয়েছে, কিন্তু খালেদা জিয়ার বেলায় সেই সুযোগ নেই। প্রভাব খাটিয়ে খালেদা জিয়ার মানসিক ও শারীরিক নির্যাতন অসহনীয় করার জন্য তার নিকটাত্মীয়দের দেখা করতে দেয়া হচ্ছে না। অসুস্থ দাদিকে দেখার জন্য সদ্য বিদেশ থেকে ছুটে এসে দেখা না পাওয়ায় শিশু-কিশোর নাতি-নাতনিদের বুকফাটা কান্নার আহাজারি আকাশে বাতাসে ধ্বনিত হলেও সরকারের পাষাণ হৃদয়ে তা বিন্দুমাত্রা আঁচড় কাটেনি।
×