ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পাওনা টাকার জন্য ব্যবসায়ীকে ৫ দিন আটকে রেখে নির্যাতন

প্রকাশিত: ০৯:২৪, ৪ জানুয়ারি ২০২০

পাওনা টাকার জন্য ব্যবসায়ীকে ৫ দিন আটকে রেখে নির্যাতন

সংবাদদাতা, মঠবাড়িয়া, ৩ জানুয়ারি ॥ পাওনা টাকার জন্য খলিল আকন (৩২) নামে এক ডিম বিক্রেতাকে মুরগির ফার্মের কর্মচারী তার ঘরে আটক করে গত পাঁচ দিন ধরে অমানুষিক নির্যাতন করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এর পর তার পরিবারের কাছে মোবাইলে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। পরিবারের অভিযোগ পেয়ে থানা পুলিশ শুক্রবার দুপুরের পর উপজেলার আন্ধারমানিক গ্রামের একটি পরিত্যক্ত ইটভাঁটি সংলগ্ল মুরগি ফার্মের কর্মচারী জসিম গাজীর বসতঘরের দোতলা থেকে খলিলকে উদ্ধার করে। এ সময় ফার্মের কর্মচারী জসিম গাজীকেও পুলিশ আটক করে। খলিল পার্শ^বর্তী পাথরঘাটা উপজেলার হারিটানা গ্রামের মৃত ছত্তার আকনের পুত্র। জানা গেছে, উপজেলার আন্ধারমানিক ভাটারপুল সংলগ্ন মুরগির ফার্মের কর্মচারী জসিম গাজীর কাছ থেকে প্রতিবেশী ভড়াটিয়া ডিম বিক্রেতা ও ভ্যানচালক খলিল ১ লাখ ৪৮ হাজার টাকা নিয়ে সম্প্রতি গাঢাকা দেয়। এরপর খলিলের কোন খোঁজ না পাওয়ায় অভিনব কায়দায় খলিলের সঙ্গে মোবাইলে যোগাযোগ করে সোমবার দুপুরে জসিমের নেতৃত্বে ৩/৪ জনের একটি দল তাকে ভান্ডারিয়া শহর হতে অপহরণ করে মঠবাড়িয়ায় নিয়ে এসে বসতঘরে আটকিয়ে রাখে। পুলিশের কাছে আটক জসিম মুক্তিপণের কথা অস্বীকার করে বলে, আমি খলিলের কাছে ২টি ভ্যান ও ৩টি রিক্সা বিক্রি করাসহ ১ লাখ ৪৮ হাজার টাকা পাই।
×