ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মুক্তিযোদ্ধার নামে সড়ক

প্রকাশিত: ০৯:২১, ৪ জানুয়ারি ২০২০

মুক্তিযোদ্ধার নামে সড়ক

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ৩ জানুয়ারি ॥ মহাদেবপুরে মুক্তিযোদ্ধার নামে পাকা রাস্তার উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার রাইগাঁ ইউনিয়নের সহরাই গ্রামের প্রায় দেড় কিলোমিটার এ পাকা রাস্তার উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও সংসদ সদস্য আলহাজ ছলিম উদ্দীন তরফদার সেলিম। এ গ্রামের মুক্তিযোদ্ধা মরহুম আব্দুল হাইয়ের নামে এ পাকা রাস্তার উদ্বোধন করা হয়। এ উপলক্ষে স্থানীয় স্কুল মাঠে দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা ও আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ফ্রেন্ডস্ সহরাই ইউনিয়ন ক্লাবের উদ্যেগে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি মিজানুর রহমান। কম্বল বিতরণ নিজস্ব সংবাদদাতা, জয়পুরহাট, ৩ জানুয়ারি ॥ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে দরিদ্র-শীতার্ত মানুষের মাঝে ১০ হাজার কম্বল বিতরণ করেন জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও রুকিন্দীপুর ইউনিয়নের চেয়ারম্যান আহসান কবীর। বৃহস্পতিবার তিনি তার নিজস্ব অর্থায়নে আক্কেলপুর উপজেলার রুকিন্দীপুর ইউনিয়নের হালির মোড়, আক্কেলপুর উপজেলা চত্বর, তিলকপুর বাজার, গোপিনাথপুর বাজার, রায়কালী উচ্চ বিদ্যালয় গুনিপুর, জাফরপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এই কম্বল বিতরণ করেন। বিতরণের সময় উপস্থিত ছিলেন আক্কেলপুর উপজেলা চেয়ারম্যান আব্দুস সালাম আকন্দ।
×