ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

কালুরঘাট সেতুসহ নানা প্রতিশ্রুতি নিয়ে প্রচারে দুই প্রার্থী

প্রকাশিত: ১০:১৯, ৩ জানুয়ারি ২০২০

 কালুরঘাট সেতুসহ  নানা প্রতিশ্রুতি নিয়ে প্রচারে  দুই প্রার্থী

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রাম-৮ (চান্দগাঁও-বোয়ালখালী) আসনের উপনির্বাচন সামনে রেখে দিন রাত চলছে প্রতিদ্বন্দ্বী প্রধান দুই প্রার্থীর গণসংযোগ ও প্রচার। ভোটারদের মন পেতে প্রার্থীরা দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি। এরমধ্যে আওয়ামী লীগ প্রার্থীর অঙ্গীকার এলাকার উন্নয়ন। অপরদিকে, বিএনপি প্রার্থীর প্রচারে প্রাধান্য পাচ্ছে উন্নয়নের পাশাাপাশি গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম। আওয়ামী লীগ প্রার্থী মোসলেম উদ্দিন আহমেদ বৃহস্পতিবার গণসংযোগ চালান মহানগরীর পূর্ব ষোলশহর ওয়ার্ডে। এ সময় তার সঙ্গে ছিলেন চট্টগ্রাম মহানগর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ। নৌকা প্রতীকের এ প্রার্থী বলেন, চট্টগ্রাম-৮ আসনে অন্তর্ভুক্ত আছে গ্রাম এবং শহর। জননেত্রী শেখ হাসিনার আকাক্সক্ষা অনুযায়ী বোয়ালখালীতে একটি শিল্প অঞ্চল গড়ে তোলা আমার লক্ষ্য এবং বেকারত্ব নিরসনে কিছু সামাজিক ও রাষ্ট্রীয় উদ্যোগ প্রয়োজন। শেষ বয়সে আমাকে নেত্রী সুযোগ দিয়েছেন। এ সুযোগকে কাজে লাগাতে আমি দলীয় তৃণমূল স্তরের নেতাকর্মীদের প্রত্যাশা করি। তিনি আরও বলেন, নগরীর জলাবদ্ধতা নিরসনে স্যুয়ারেজ সিস্টেম যে জনদুর্ভোগ বাড়াচ্ছে এ সম্পর্কে আমি সচেতন। তবে বড় প্রকল্প বাস্তবায়নে এ রকম কিছু সমস্যা হতেই পারে। এ সমস্যা হতেও পারে আবার সমাধানও আছে। আমি আপনাদের পাশে থেকে এ সমাধানে সচেষ্ট হব। চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুল ইসলাম ফারুক, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মানস রক্ষিত, উপ-প্রচার সম্পাদক শহিদুল আলম, পূর্ব ষোলশহর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শামসুল আলম, সাধারণ সম্পাদক কাউন্সিলর আশরাফুল আলম, আওয়ামী লীগ নেতা মঞ্জুরুল আলম, মোঃ ইসহাক প্রমুখ তার সঙ্গে গণসংযোগে অংশ নেন। বিএনপি প্রার্থী আবু সুফিয়ানও এদিন নির্বাচনী এলাকায় ব্যাপক গণসংযোগ চালান। মহানগর ও দক্ষিণ জেলা বিএনপর নেতাকর্মীরা তার সঙ্গে ছিলেন। প্রচারকালে তিনি বিভিন্ন অঙ্গীকার সংবলিত লিফলেট বিতরণ করেন। এতে উন্নয়নের প্রতিশ্রুতি যেমন রয়েছে, তেমনি রয়েছে বর্তমান সরকারের আমলের গণতন্ত্রহীনতা ও অনিয়ম দুর্নীতির অভিযোগ। নির্বাচিত হলে তিনি কালুরঘাট সেতু নির্মাণ এবং চান্দগাঁও-বোয়ালখালী এলাকার উন্নয়নে যথাসাধ্য ভূমিকা রাখার প্রতিশ্রুতি দেন। উল্লেখ্য, সংসদ সদস্য মইনউদ্দিন খান বাদলের মৃত্যুতে আসনটি শূন্য হয়। আগামী ১৩ জানুয়ারি অনুষ্ঠিত হবে উপ-নির্বাচন।
×