ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

কুপ্রস্তাবের প্রতিবাদ করায় নড়াইলে দোকানি খুন

প্রকাশিত: ০৯:০৬, ৩ জানুয়ারি ২০২০

  কুপ্রস্তাবের প্রতিবাদ করায় নড়াইলে  দোকানি খুন

নিজস্ব সংবাদদাতা, নড়াইল ২ জানুয়ারি ॥ চাচিকে অনৈতিক প্রস্তাবের প্রতিবাদ করায় নড়াগাতি বাজারে কম্পিউটার দোকানি জহিরুল মোল্যাকে (২৪) পিটিয়ে হত্যা করেছে বখাটেরা। বুধবার সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে। নিহত জহিরুল নড়াগাতি গ্রামের আকুব্বর মোল্যা আকুর ছেলে। রাতে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জহিরুল মারা যান। নড়াগাতি থানার ওসি আলমগীর কবীর জানান, জহিরুল মোল্যার চাচিকে পাশের কামশিয়া এলাকার জাহিদ ও তার সহযোগী রেজওয়ান কুপ্রস্তাব দেয়ার প্রতিবাদ করায় জাহিদসহ তার সহযোগীরা জহিরুলকে পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। বুধবার সন্ধ্যায় জহিরুলকে তার দোকানের সামনে মাথায় কাঠ দিয়ে আঘাত করে। রাতে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জহিরুল মোল্যা মারা যান। এ ঘটনায় জড়িত ২ জনকে পুলিশ আটক করেছে। ব্রাহ্মণবাড়িয়ায় যুবক স্টাফ রিপোর্টার ব্রাহ্মণবাড়িয়া থেকে জানান, নবীনগরে পাওনা টাকা চাইতে গিয়ে প্রতিপক্ষের ছুরিকাঘাতে জাহিদুল ইসলাম সানি (৩০) নামে এক যুবক নিহত হয়েছে। বুধবার রাতে উপজেলার শ্রীরামপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সানি একই উপজেলার ভোলাচং এলাকার জয়নাল আবেদীনের ছেলে। বৃহস্পতিবার দুপুরে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পুলিশ ও স্থানীয়রা জানায়, সানি লোকজন নিয়ে তার পাওনা টাকা আদায়ের জন্য শ্রীরামপুর গ্রামের বাসিন্দা জীবন মিয়ার কাছে যান। টাকা চাইলে জীবনের সঙ্গে সানির তর্কবিতর্ক হয়। একপর্যায়ে সানিকে ছুরিকাঘাত করে জীবন মিয়া। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
×