ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

পদ্মা সেতুর ২০তম স্প্যান বসল, তিন কিমি দৃশ্যমান

প্রকাশিত: ১১:১৪, ১ জানুয়ারি ২০২০

পদ্মা সেতুর ২০তম স্প্যান বসল, তিন কিমি দৃশ্যমান

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ পদ্মা সেতুর বছরের সর্বশেষ স্প্যান বসেছে। মঙ্গলবার দুপুর ১টা ৩৫ মিনিটে সেতুর মাওয়া প্রান্তের ১৮ ও ১৯ নম্বর খুঁটিতে ‘৩এফ’ নম্বরের ২০তম স্প্যানটি বসানো শেষ হয়। এর আগে দুপুর ১টায় স্প্যানটি খুঁটির ওপর বসানো হয়। ফিটিং শেষ হয় ১টা ৩৫ মিনিটে। আর এর মধ্য দিয়ে পদ্মা সেতুর তিন কিলোমিটার দৃশ্যমান হলো। এই স্প্যান বসানোর মধ্য দিয়ে বিজয়ের মাস ডিসেম্বরে সেতুর মোট তিনটি স্প্যান বসানোর কাজ শেষ হলো। এর আগে মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় মাওয়ার কুমারভোগের বিশেষায়িত কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে স্প্যানটি নিয়ে খুঁটির দিকে রওনা দেয় ৩ হাজার ৬০০ টন ধারণ ক্ষমতার ভাসমান ক্রেন ‘তিয়ান-ই’। ৪০ মিনিটের মাথায় পৌঁছে যায় খুঁটির কাছে। পরে দুপুরে বসানো হয় স্প্যানটি। এ স্প্যানটি নিয়ে ২০১৯ সালে সেতুর মোট ১৪ স্প্যান বসানো হলো। এ তথ্য জানিয়ে নির্বাহী প্রকৌশলী দেওয়ান আব্দুল কাদের জানান, এখন প্রতি মাসে তিনটি স্প্যান বসানোর পরিকল্পনা আছে। এ সিডিউল মেনে স্প্যান বসাতে পারলে আগামী বছরের জুলাই নাগাদ ৪১টি স্প্যান বসানো শেষ হবে। পদ্মা সেতুর মোট ৪১টি স্প্যানের মধ্যে চীন থেকে মাওয়ায় এসেছে ৩৩ স্প্যান। এর মধ্যে ১৯ স্প্যান স্থায়ীভাবে বসে গেছে। আরও দুইটি স্প্যান চীন থেকে বাংলাদেশের পথে রওনা হয়েছে। ছয়টি স্প্যান তৈরির কাজ চীনে চলমান আছে। আগামী বছরের মার্চের মধ্যে সব স্প্যান দেশে চলে আসবে। সহকারী প্রকৌশলী হুমায়ুন কবীর জানান, ২০তম স্প্যান হিসেবে ‘৩-এফ’ সেতুর মাওয়া প্রান্তে ১৮ ও ১৯ নম্বর খুঁটির ওপর বসানো শেষ হয়েছে মঙ্গলবার দুপুরে। আর ২০তম স্প্যান বসানোর পর সেতুর মোট তিন কিলোমিটার দৃশ্যমান হয়েছে।
×