ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

বঙ্গবন্ধু গোল্ডকাপের সব ম্যাচ বঙ্গবন্ধু স্টেডিয়ামে

প্রকাশিত: ০৯:৪৩, ৩০ ডিসেম্বর ২০১৯

  বঙ্গবন্ধু গোল্ডকাপের সব ম্যাচ বঙ্গবন্ধু স্টেডিয়ামে

স্পোর্টস রিপোর্টার ॥ কয়েকদফা পিছিয়ে অবশেষে মাঠে গড়াতে যাচ্ছে বিশেষ বঙ্গবন্ধু কাপ ফুটবল। আসছে ২০২০ সালের ১৫ থেকে ২৫ জানুয়ারি পর্যন্ত হবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে এই টুর্নামেন্ট। ৬ দেশ নিয়ে হবে এবারের টুর্নামেন্ট। ৪ জানুয়ারি রাজধানীর সোনারগাঁও হোটেলে হবে টুর্নামেন্টের ড্র ও লোগো উন্মোচন অনুষ্ঠান। ওইদিনই আনুষ্ঠানিকভাবে দলগুলোর নাম ঘোষণা করবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। তবে সব দলের নাম অনেকটাই ঠিক হয়ে গেছে। আনুষ্ঠানিকভাবে ঘোষণা না করলেও জানা গেছে স্বাগতিক বাংলাদেশ, শ্রীলঙ্কা, লাওস, মঙ্গোলিয়া, কম্বোডিয়া ও কিরগিজস্তান খেলবে এবারের বঙ্গবন্ধু গোল্ডকাপে। তবে খেলা হবে মাত্র এক ভেন্যুতে। গত বছর বঙ্গবন্ধু গোল্ডকাপ হয়েছিল তিন ভেন্যু সিলেট, কক্সবাজার ও ঢাকায়। এবার আর ভেন্যু হিসেবে বিবেচনায় থাকছে না অন্য কোন স্টেডিয়াম। ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামেই হবে গোটা টুর্নামেন্ট। রবিবার বাফুফে ভবনে টুর্নামেন্টের স্বত্বাধিকারী প্রতিষ্ঠান কে-স্পোর্টসের সঙ্গে চুক্তির সময় বাফুফে সভাপতি কাজী মোঃ সালাউদ্দিন বলেন, ‘বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর বছর। এ জন্য আমরা পুরো টুর্নামেন্টই করব বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। অন্য কোন স্টেডিয়ামে নয়।’ গত নবেম্বরে হওয়ার কথা ছিল এই টুর্নামেন্ট। পিছিয়ে টুর্নামেন্ট নিয়ে যাওয়া হয়েছে ২০২০ সালে। ১০ জানুয়ারি শুরু হবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর অফিসিয়াল কাউন্টডাউন। এর ৫ দিন পরই শুরু হবে জাতির পিতার নামের এই আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট। গত বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপের মতো এবারের বঙ্গবন্ধু গোল্ডকাপের স্বত্বও কিনে নিয়েছে কে-স্পোর্টস। এ টুর্নামেন্ট করতে বাফুফের কোন খরচ নেই। বরং তাদের কিছু লাভ হবে। টুর্নামেন্টের গেটমানি পাবে বাফুফে। এবারের টুর্নামেন্ট নিয়ে বিশেষ পরিকল্পনা কে-স্পোর্টসের। কে-স্পোর্টসের সিইও ফাহাদ করিম বলেন, ‘আমরা টুর্নামেন্টকে বিশ্বে ছড়িয়ে দিতে চাই। এ জন্য ডিজিটাল মার্কেটিংয়ে জোর দিচ্ছি।’ টুর্নামেন্টকে আকষর্ণীয় করতে ফিফা লিজেন্ডের মধ্যে কাউকে আনার চেষ্টা করছে বাফুফে। এ প্রসঙ্গে বাফুফে সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ বলেন, ‘আমরা ফিফার সঙ্গে আলোচনা করে কিংবদন্তি কাউকে আনার চেষ্টা করছি। বড়দিন উপলক্ষে ফিফা এখন বন্ধ। জানুয়ারির প্রথম সপ্তাহে একটা ফলাফল পেতে পারি’। ফিফার এই কিংবদন্তির তালিকায় আছেন ব্রাজিলের সাবেক তারকা রোনাল্ডিনহো, ইতালির পাওলো মালদিনি, হল্যান্ডের রুদ খুলিত, মার্কো ফন বাস্টেন ও আইভরিকোস্টের দিদিয়ের দ্রগবাসহ আরও কয়েকজন।
×