ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সর্বশেষ ছাঁটাই হলেন ম্যানুয়েল পেলেগ্রিনি

ফুটবল কোচ বরখাস্তের হিড়িক

প্রকাশিত: ০৯:৪১, ৩০ ডিসেম্বর ২০১৯

 ফুটবল কোচ বরখাস্তের হিড়িক

স্পোর্টস রিপোর্টার ॥ চলতি বছরের শেষের দিকে কোচ বরখাস্তের হিড়িক পড়ে গেছে ক্লাব ফুটবলে। সম্প্রতি উনাই এমেরি, মাউরিসিও পোচেত্তিনো, কার্লো আনচেলত্তি এবং মার্কো সিলভার মতো কোচদের ছাঁটাই করেছে ক্লাব কর্তৃপক্ষ। এই তালিকায় এবার নতুন করে যোগ হলো ম্যানুয়েল পেলেগ্রিনির নাম। ইংলিশ প্রিমিয়ার লীগে শনিবার লিচেস্টার সিটির কাছে ঘরের মাঠে ২-১ ব্যবধানে হারের পরই তাকে বরখাস্ত করে ওয়েস্টহ্যাম। এই পরাজয়ের ফলে অবনমন অঞ্চল থেকে মাত্র এক পয়েন্ট ওপরে থেকে ১৭তম স্থানে অবস্থান করছে ক্লাবটি। তবে পেলেগ্রিনিকে বরখাস্তের সিদ্ধান্তটি নিতে খুব কঠিন হয়েছে ওয়েস্টহ্যাম। ক্লাবের এক বিবৃতিতে চেয়ারম্যান ডেভিড সুলিভান বলেন, ‘এই ধরনের সিদ্ধান্ত নেয়াটা আমাদের জন্য অত্যন্ত হতাশার। ম্যানুয়েল খুবই ভাল একজন মানুষ। তার মতো প্রতিভাবান কোচের সঙ্গে কাজ করতে পারাটা সত্যিই সৌভাগ্যের। তারপরও এবারের মৌসুমে ক্লাবের যে লক্ষ্য ছিল তাতে ফিরে আসতে হলে এই পরিবর্তনটা জরুরী ছিল। আমরা মনে করেছি নতুন কোচের অধীনে যতটা সম্ভব নিজেদের লক্ষ্য পূরণের কাছাকাছি ফিরে আসাই এখন আমাদের সামনে মূল চ্যালেঞ্জ।’ গত বছরের মে মাসে তিন বছরের চুক্তিতে ওয়েস্টহ্যামের কোচ হিসেবে নিয়োগ পেয়েছিলেন ম্যানুয়েল পেলেগ্রিনি। কিন্তু ১৮ মাস পরেই বিদায় নিতে হলো তাকে। মূলত বাজে পারফর্মেন্সের কারণেই এমন সিদ্ধান্ত নিতে হয়েছে ওয়েস্টহ্যামকে। সর্বশেষ ১৪ ম্যাচে মাত্র দুটিতে জয় পেয়েছে ওয়েস্টহ্যাম। এর মধ্যে লীগে ৯ ম্যাচে রয়েছে সাত পরাজয়। যে কারণে রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটির সাবেক অভিজ্ঞ কোচ পেলেগ্রিনির ভবিষ্যত নিয়ে দেখা দেয় শঙ্কা। সর্বশেষ লিচেস্টার সিটির কাছে হারের মাত্র ২ ঘণ্টা পরই বিদায় ঘণ্টা বেজে যায় তার। তবে গত ১৮ মাস ধরে ট্রান্সফার মার্কেটে প্রায় ১০০ মিলিয়ন পাউন্ড ব্যয় করে ফিলিপ এ্যান্ডারসন, সেবাস্তিয়ান হলার, পাবলো ফোরনালস, আন্দ্রি ইয়ারমোলেনকো ও ইসা ডিওপের মতো খেলোয়াড়দের দলে ভিড়িয়েছিলেন পেলেগ্রিনি। তারপরও ওয়েস্টহ্যামের ভাগ্য বদলাতে পারেননি তিনি। পেলেগ্রিনির অধীনে প্রথম বছরে ওয়েস্টহ্যাম ১০ নম্বরে থেকে লীগ শেষ করেছিল। এবারের মৌসুমেও শুরুটা ভাল হয়েছিল তাদের। সেপ্টেম্বরে ম্যানচেস্টার ইউনাইটেডকেও ২-০ গোলে পরাজিত করে লীগ টেবিলের পঞ্চম স্থানে উঠে এসেছিল পেলেগ্রিনির দল। এটাই ছিল ঘরের মাঠে তাদের সর্বশেষ জয়। গত তিন মাস ধরে ক্রমাগতই খারাপ পারফর্মেন্স করে টেবিলের তলানিতে নেমে যায় তারা।
×