ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

রিহ্যাব ফেয়ারে তাৎক্ষণিক এ্যাসেসমেন্ট ও ঋণ সুবিধা ব্র্যাক ব্যাংকের

প্রকাশিত: ০৯:৪৫, ২৮ ডিসেম্বর ২০১৯

  রিহ্যাব ফেয়ারে  তাৎক্ষণিক এ্যাসেসমেন্ট ও ঋণ সুবিধা  ব্র্যাক ব্যাংকের

ব্র্যাক ব্যাংক তার গ্রাহকদের জন্য রিহ্যাব উইন্টার ফেয়ারে হোমলোনের আওতায় তাৎক্ষণিক এ্যাসেসমেন্ট ও সহজ ঋণ অনুমোদনের সুযোগ নিয়ে এসেছে। ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) গত মঙ্গলবার থেকে শুরু হওয়া বাৎসরিক মেলায় হোমলোনের জন্য বিশেষ রেট ও বিশেষ প্রসেসিং ফি অফার করছে ব্র্যাক ব্যাংক। গ্রাহকদের সুবিধার জন্য ব্র্যাক ব্যাংকের প্রোডাক্ট, সেলস ও আন্ডাররাইটিং টিমের সদস্যরা মেলায় উপস্থিত থেকে গ্রাহকদের সহজেই মেলা থেকে লোন সুবিধা গ্রহণ করতে সাহায্য করছেন। ব্র্যাক ব্যাংকের টিমগুলো মেলার ২২৪-২২৬ নম্বর স্টলে আগত সম্ভাব্য গ্রাহকদের সব রকমের প্রশ্নের উত্তর দিয়ে সঠিক সিদ্ধান্ত নিতেও সহযোগিতা করছেন। মেলাটি আজ শনিবার পর্যন্ত চলবে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা সবার জন্য উন্মুক্ত রয়েছে। ব্র্যাক ব্যাংকের গ্রাহকরা এ্যাপার্টমেন্টের মূল্যের ৭০ শতাংশ পর্যন্ত অথবা সর্বোচ্চ ২ কোটি টাকা পর্যন্ত হোমলোনের সুবিধা পাবেন। লোন পরিশোধে সর্বোচ্চ সময় পাওয়া যাবে ২৫ বছর। ব্র্যাক ব্যাংক লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও সেলিম আর এফ হোসেন বলেন, দেশের সিংহভাগ মানুষের ক্ষেত্রে, বিশেষত অফিসের এক্সিকিউটিভদের জন্য, হোমলোন সম্ভবত জীবনের সবচেয়ে বড় বিনিয়োগগুলোর একটি। আর তাই, তারা সবসময়ই বাজার যাচাই-বাছাই করে সেরা সুযোগটি খুঁজে নিতে চান। রিহ্যাবের এই বাৎসরিক ফেয়ারে গ্রাহকরা বিভিন্ন ব্যাংকের সঙ্গে কথা বলে তাদের জন্য সবচেয়ে সুবিধাজনক পরিকল্পনাটি বেছে নেয়ার সুযোগ পান। ব্র্যাক ব্যাংক সবচেয়ে দ্রুত সময়ে ও কাগজপত্রের সবচেয়ে কম জটিলতার মাধ্যমে লোন দিয়ে থাকে। যাতে এর সম্মানিত গ্রাহক সহজেই তার স্বপ্নের বাড়িটি কিনতে বা নির্মাণ করতে পারেন। আমাদের আকর্ষণীয় সব অফার ও শীর্ষস্থানীয় ডেভেলপারদের অংশীদারিত্বের মাধ্যমে আমরা গ্রাহকদের হোমলোনের ক্ষেত্রে বাজারের সেরা ডিল পাবার আশ্বাস দিতে পারি। -বিজ্ঞপ্তি
×