ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ঢাকা উত্তরের কাউন্সিলর পদে শতাধিক মনোনয়ন ফরম সংগ্রহ জাপার

প্রকাশিত: ১১:৩২, ২৬ ডিসেম্বর ২০১৯

ঢাকা উত্তরের কাউন্সিলর পদে শতাধিক মনোনয়ন ফরম সংগ্রহ জাপার

স্টাফ রিপোর্টার ॥ সন্ত্রাস, চাঁদাবাজি এবং মাদকাসক্তির বিষয়ে জাতীয় পার্টি অনেক ক্ষেত্রেই পরিচ্ছন্ন দাবি করে দলটির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, জাপার প্রতি মানুষের প্রত্যাশা অনেক বেশি। আশা করি, আসন্ন ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে মানুষ জাপাকে সমর্থন দেবে। বুধবার দলের বনানী কার্যালয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের মধ্যে মনোনয়ন ফরম বিতরণকালে তিনি এসব কথা বলেন। সকাল ১০টা থেকে মনোনয়ন ফরম বিতরণ শুরু করে দলটি। সকাল থেকে বিভিন্ন ওয়ার্ডের কমিশনার প্রার্থীরা সমর্থকদের নিয়ে বনানী কার্যালয়ে আসেন। অনেকে বাদ্যবাজনা নিয়েও শোডাউন করেন। সব মিলিয়ে উৎসবমুখর পরিবেশে বিকেল পর্যন্ত ফরম বিতরণ চলে। আগামী ৩০ জানুয়ারি রাজধানীর এই দুই সিটিতে নির্বাচন হবে। দলীয় প্রতীকের মেয়র নির্বাচনে প্রার্থী হতে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দিতে হবে ৩১ ডিসেম্বরের মধ্যে। ৩০ জানুয়ারি সনাতন সম্প্রদায়ের বিদ্যার দেবী ‘সরস্বতী’ পূজা হওয়ায় নির্বাচনের তারিখ পরিবর্তনের দাবি উঠেছে। ব্রিগেডিয়ার জেনারেল (অব.) কামরুল ইসলাম ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম গ্রহণ করেছেন। গত মঙ্গলবার কামরুল ইসলাম অবসরপ্রাপ্ত শতাধিক সেনা সদস্য নিয়ে আনুষ্ঠানিকভাবে জাপায় যোগ দেন। যোগ দেয়ার মাত্র একদিনের মাথায় গুরুত্বপূর্ণ নির্বাচনে প্রার্থী হলেন তিনি। দলীয় সূত্রগুলো বলছে, তিনি এবারের নির্বাচনে জাপার সবচেয়ে হেভিওয়েট প্রার্থী। মূলত যোগ্য প্রার্থী সঙ্কটের কারণেই কামরুল ইসলাম জাপা থেকে উত্তরের মেয়র পদে মনোনয়ন পেতে যাচ্ছেন। এছাড়াও উত্তরে আরও দু’জন প্রার্থীর নাম শোনা যাচ্ছে। বুধবার বিকেল পর্যন্ত অর্ধশত কাউন্সিলর প্রার্থী জাতীয় পার্টি থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বলে জানা গেছে। ৩০ ডিসেম্বর দলের পক্ষ থেকে প্রার্থী তালিকা ঘোষণার কথা রয়েছে। আমরা আশা করছি, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে একথা উল্লেখ করে জি এম কাদের বলেন, যেহেতু দেশের মানুষ অনেক ক্ষেত্রেই এখন জাতীয় পার্টির দিকে ঝুঁকছেন। এটা খুবই শুভ সংবাদ। মানুষ জাতীয় পার্টির সুশাসনের কথা মনে করছেন। সবার ধারণা জাপা নির্ঝঞ্ঝাট এবং জনকল্যাণমূলক একটি দল। তিনি বলেন, সন্ত্রাস-চাঁদাবাজি এবং মাদকাসক্তির বিষয়ে জাতীয় পার্টি অনেক ক্ষেত্রেই পরিচ্ছন্ন। আমাদের দলের নেতাকর্মীদের বিরুদ্ধে এরকম অভিযোগ খুবই কম। যা বর্তমান রাজনৈতিক ধারায় খুবই কম দেখা যায়। তাই জাতীয় পার্টির দিকে সাধারণ মানুষের আগ্রহ আছে। আশা করছি, এবারের ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে জাপার প্রার্থীরা আগের চেয়ে অনেক ভাল ফল করবে। তিনি বলেন, দেশের মানুষ প্রথমেই স্থানীয় সরকার প্রতিনিধিকে হাতের কাছে পান। তাই তাদের কাছে সাধারণ মানুষের প্রত্যাশাও বেশি থাকে। আশা করি, ভোটের মধ্য দিয়ে আমরা এর যথাযথ প্রমাণ পাব। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জাপা চেয়ারম্যান বলেন, ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে জাতীয় পার্টি একক প্রার্থীই দিচ্ছে। বলেন, ইতোপূর্বে বেশ কয়েকটি নির্বাচন আমরা সরকারের সঙ্গে জোটবদ্ধ হয়েই করেছি। সরকারের পক্ষ থেকে জোটবদ্ধ নির্বাচনের প্রস্তাব এলে আমরা আলাপ-আলোচনা করেই সিদ্ধান্ত নেব। এসময় দলের মহাসচিব মসিউর রহমান রাঙ্গা এমপি বলেন, প্রতিটি কাউন্সিলর পদে যেন জাতীয় পার্টির একাধিক প্রার্থী না থাকে। কারণ একাধিক প্রার্থী হলে, ঘরের শত্রু বিভীষণ অবস্থা হতে পারে। তিনি বলেন, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হতে হবে। কারণ, যোগ্য প্রার্থী নির্বাচিত না হলে ঢাকা সিটি কর্পোরেশন অচল হয়ে পড়বে। এসময় উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, এসএম ফয়সল চিশতী, শফিকুল ইসলাম সেন্টু, লে. জে. মাসুদ উদ্দিন চৌধুরী এমপি, নাজমা আখতার এমপি, ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম নুরু, আমানত হোসেন আমানত, যুগ্ম মহাসচিব, গোলাম মোহাম্মদ রাজু, সুলতান আহমেদ সেলিম। দক্ষিণের মনোনয়ন ফরম বিতরণ আজ আজ বৃহস্পতিবার বেলা ১১টায় জাতীয় পার্টি কাকরাইল কেন্দ্রীয় কার্যালয় থেকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে জাতীয় পার্টি থেকে মনোনয়ন প্রত্যাশী প্রার্থীরা মেয়র ও কাউন্সিলর পদে মনোনয়নপত্র গ্রহণ করতে পারবেন। আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র বিতরণ করবেন দলের চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি। অনুষ্ঠানে সভাপতিত্বে করবেন জাতীয় পার্টি মহানগর দক্ষিণের সভাপতি ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা এমপি। শুক্রবার প্রেসিডিয়াম বৈঠক আগামী ২৭ ডিসেম্বর শুক্রবার সকাল ১০ ঘটিকায় জাপা চেয়ারম্যানের বনানীর কার্যালয় মিলনায়তনে দলের প্রেসিডিয়াম সদস্যদের জরুরী সভা আহ্বান করা হয়েছে। সভায় সভাপতিত্ব করবেন বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি। প্রেসিডিয়াম সদস্যদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন দলটির মহাসচিব ও বিরোধীদলীয় চীফ হুইপ মোঃ মসিউর রহমান রাঙ্গা এমপি।
×