ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সেলফি তুলতে গিয়ে মেঘনায় ডুবে ভার্সিটি ছাত্রের মৃত্যু

প্রকাশিত: ১২:৩৭, ২৪ ডিসেম্বর ২০১৯

সেলফি তুলতে গিয়ে মেঘনায় ডুবে ভার্সিটি ছাত্রের মৃত্যু

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ বন্ধুর সঙ্গে সেলফি তুলতে গিয়ে মুন্সীগঞ্জ সদরের চর আব্দুল্লাহ গ্রাম সংলগ্ন মেঘনা নদীতে ডুবে ফাহিম নামে এক ভার্সিটি ছাত্রের মৃত্যু হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে মেঘনার ঢেউয়ে ভেসে গিয়ে নিখোঁজ হন ফাহিম। পরে সন্ধ্যা সাড়ে পাঁচটার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তার মরদেহ উদ্ধার করে। ফাহিম ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির স্নাতক শ্রেণীর প্রথম বর্ষের দ্বিতীয় সেমিস্টারের ছাত্র। তিনি চাঁদপুরের মতলবের মোঃ বাবুলের ছেলে। স্থানীয়রা জানান, ভার্সিটির বন্ধু মোঃ ইমরানের সঙ্গে সদরের চর আব্দুল্লাহ গ্রামে বেড়াতে আসেন ফাহিম। সকালে দুই বন্ধু মেঘনার তীরবর্তী হাঁটু পানিতে নেমে সেলফি তুলতে গেলে ঢেউয়ের তোড়ে ফাহিম ভেসে গিয়ে নিখোঁজ হন। মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোঃ আবু ইউসুফ জানান, নিখোঁজের খবর পেয়ে দুপুর একটার দিকে মেঘনা নদীতে উদ্ধার অভিযানে নামে ঢাকা থেকে আসা ফায়ার সার্ভিসের একটি টিম। পরে সন্ধ্যা সাড়ে পাঁচটার দিকে ফাহিমের মরদেহ উদ্ধার করা হয়।
×